মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরলান্ডোর শিল্পাঞ্চল। অরেঞ্জ কাউন্টির অন্তর্গত এই শিল্পাঞ্চলে এদিনও কাজ হচ্ছিল অন্যান্য দিনের মতই। অরেঞ্জ কাউন্টির শেরিফ জানিয়েছেন, আচমকাই সেখানে হাতে বন্দুক নিয়ে ঢুকে পড়ে এক বছর ৪৫-এর ব্যক্তি। একেই কিছুদিন আগে এখান থেকে ছাঁটাই করেছিলেন কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে ঢুকেই আচমকা প্রাক্তন সহ-কর্মীদের লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে সে। ঘটনাস্থলেই গুলিতে মৃত্যু হয় ৪ জনের। পরে হাসপাতালে ১ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৭ জন।
গুলিতে এভাবে বেশ কয়েকজনকে ঝাঁঝরা করার পর নিজেই নিজেকে গুলি করে শেষ করে দেয় ওই বন্দুকবাজ। তার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার পিছনে সন্ত্রাসবাদের হাত নেই বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। গত বছর সমকামীদের নাইট ক্লাব পালস-এ বন্দুকবাজের হামলায় ৫০ জনের মৃত্যু হয় অরলান্ডোয়। বছর ঘুরতেই ফের সেখানে মূর্তিমান মৃত্যু হয়ে হামলা চালাল আর এক বন্দুকবাজ।