ছাদ ফুটো করে ঘরে ঢুকে এল বিশাল বরফের চাঁই, এল কোথা থেকে তা এখনও রহস্যই
ছাদ ফুটো করে দেয় একটি বিশাল বরফের চাঁই। তারপর সেটি ছাদ ফুটো করে ঢুকে আসে ঘরের মধ্যে। কোথা থেকে এল সেটি, সে রহস্যের এখনও কিনারা হয়নি।

না বৃষ্টি হচ্ছিল। না কোনও প্রাকৃতিক দুর্যোগ। সাদামাটা একটা দিনে আচমকাই ঘটে ঘটনাটা। এক গৃহস্থের বাড়ির ছাদ ফুটো করে ঘরে এসে আছড়ে পড়ে একটি বিশাল বরফে চাঁই।
৬ ফুট বাই ৩ ফুট বরফের চাঁই ছাদ তো ফুটো করেই দেয়, সেই সঙ্গে ঘরে ঢুকে কিছুটা টুকরোও হয়ে যায়। কিন্তু এই বিশাল বরফের চাঁই এল কোথা থেকে? শুরু হয় তদন্ত।
প্রথমেই যে সম্ভাবনা সামনে আসে তা হল কোনও বিমানের কারণে এমন একটা বরফের চাঁই এভাবে আকাশ থেকে নেমে আসতে পারে। কারণ বিমান থেকে জল চুইয়ে পড়লে সেই জল ওই উচ্চতায় বাইরের প্রবল ঠান্ডায় বরফে রূপান্তরিত হতে পারে।
আর বরফের অত বড় চাঁই তার ভারে নিচের দিকে নেমে এসে বাড়ির ছাদ ফুটো করে ঢুকে থাকতে পারে। কিন্তু সে সম্ভাবনাও নাকচ হয়ে যায়।
কারণ সেই সময় ওই আকাশে যে বিমানগুলি যাতায়াত করেছে তার প্রতিটির সঙ্গে যোগাযোগ করে প্রশাসন জানতে পারে কোনও বিমানেই জল চোঁয়ানোর মত ঘটনা ঘটেনি। তাহলে ওই বিশাল বরফের চাঁই এল কোথা থেকে? আকাশে তো মেঘও ছিলনা। সে রহস্যের কিনারা অবশ্য এখনও হয়নি।
গত ৩ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে ফ্লোরিডার পাম কোস্ট এলাকায়। তারপর থেকে এই বরফ কোথা থেকে এল তার তদন্ত চলছে। কিন্তু এখনও এ রহস্যের কোনও কিনারা হয়নি। কেউই এর উৎসের কোনও সদুত্তর দিতে পারছেন না।