
খোদ কলকাতার বুকে জাল নোট ছাপানোর কারখানার হদিস পেল পুলিশ। ঠাকুরপুকুরের বাখরাহাট এলাকায় গোপনে বেশ কিছুদিন ধরেই চলছিল এই কারবার। সূত্রের খবর, জাল নোট ছাপানোর সামগ্রি কেনার কথা কোনওভাবে পুলিশ জানতে পারে। তারপরই শুরু হয় খোঁজ। এরপর বাখরাহাটের ১টি বাড়িতে হানা দিয়ে জাল নোট ছাপানোর ১টি মেশিন ও বেশ কিছু জাল নোট উদ্ধার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় কমলেশ দেব ও রাজা মণ্ডল নামে ২ ব্যক্তিকে। তাদের দুজনেরই বাড়ি কলকাতার এন্টালি এলাকায়। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত এবং এই চক্র দেশের কোন কোন প্রান্তে ছড়িয়ে আছে তার খোঁজ পেতে চাইছে পুলিশ।