বদলে গেল ২৫০ বছর পুরনো ফোর্ট উইলিয়ামের নাম
কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ফোর্ট উইলিয়ামের নাম। গঙ্গা পাড়ের সেই ফোর্ট উইলিয়াম এখন আর ফোর্ট উইলিয়াম নয়। বদলে গেল নাম।
ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দফতর হল কলকাতার ফোর্ট উইলিয়াম। যার ঐতিহাসিক গুরুত্বও বিশাল। কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ফোর্ট উইলিয়ামের নাম।
ব্রিটিশরা এই ফোর্ট উইলিয়াম তৈরি শুরু করে পলাশীর যুদ্ধের ঠিক পরেই। ১৭৫৮ সাল থেকে তৈরি শুরু হয় এই সেনা ছাউনির। যার প্রথম পর্যায়ের কাজ শেষ হয় ১৭৮১ সালে।
১৭৭ একর জমির ওপর তৈরি ফোর্ট উইলিয়াম সেই তখন থেকেই কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে যায়। শহরবাসী প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ফোর্ট উইলিয়াম দেখে এসেছেন। সেই ফোর্ট উইলিয়ামের নাম ২৫০ বছর পর বদলে গেল।
প্রতিরক্ষামন্ত্রকের তরফে এটা পরিস্কার করে দেওয়া হল যে ফোর্ট উইলিয়ামের নাম আর ফোর্ট উইলিয়াম নয়। তা এখন বিজয় দুর্গ। ফোর্ট উইলিয়ামের নাম বদলে বিজয় দুর্গ করাই নয়, সেই সঙ্গে ফোর্ট উইলিয়ামের মধ্যে থাকা কিছু স্থাপত্যের নামও বদলে ফেলা হয়েছে।
ফোর্ট উইলিয়ামের মধ্যে থাকা কিচনার হাউস-এর নাম বদলে রাখা হয়েছে মানেকশ হাউস। এছাড়া ফোর্ট উইলিয়ামের দক্ষিণ দরজা বা সাউথ গেট যা সেন্ট জর্জেস গেট নামেও পরিচিত, তার নাম বদলে রাখা হয়েছে শিবাজি গেট।
ফলে গঙ্গা পাড়ের ২৫০ বছরের পুরনো কলকাতার চেনা ফোর্ট উইলিয়াম এখন থেকে পরিচিত হবে বিজয় দুর্গ হিসাবে। মানুষ আগামী দিনে তাকে বিজয় দুর্গ নামেই চিনবেন।