বিশ্বের সবচেয়ে উঁচু সাইকেল, ছাদ বা বারান্দা টপকে চড়তে হবে এই সাইকেলে
সাইকেল চালাতে জানলে একবার এই সাইকেলটা প্যাডেল করে দেখতেই পারেন। তবে সাইকেলে ওঠাটা বেশ চমকপ্রদ। তারপর তো ভারসাম্য রাখা আছেই।
সাইকেল তো মোটামুটি সকলেই চালাতে শিখে যান। ছোট বয়সে সাইকেল শেখা একটা আকর্ষণও। অনেকটা সাঁতার শেখার মত। কথায় বলে একবার যে সাইকেল চালানো শিখে যায় সে আর সাইকেল চালানো ভোলে না। তাই নানা সাইকেলই তাঁরা চালিয়ে নিতে পারেন।
সাইকেল চালাতে জানলে নতুন কোনও সাইকেল দেখলে তা চালানোর একটা ইচ্ছা জাগতেই পারে। আর এই সাইকেলটা দেখলে তো আরওই জাগতে পারে।
তবে সমস্যা একটাই। এই সাইকেলে চড়তে গেলে মাটি থেকে টুক করে সিটে বসা যাবেনা। সাইকেলে চড়তে হবে ৩-৪ তলা উঁচু বাড়ির বারান্দা বা ছাদ টপকে। এটাই এই সাইকেলের বিশেষত্ব।
ফ্রান্সে একটি পাবে বসে মদ্যপান করতে করতে ২ বন্ধুর এই ভাবনা মাথায় আসে। তারপরই তাঁরা শুরু করে দেন উদ্যোগ। প্রচেষ্টা শুরুর পর তাঁরা আর থামেননি। ৫ বছর ধরে শুধু লড়াই চালিয়ে গেছেন এমন একটা সাইকেল বানানোর।
৫ বছরের চেষ্টায় তা বাস্তব রূপও পেয়েছে। ২৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার একটি সাইকেল তাঁরা তৈরি করতে পেরেছেন। যেমন আর পাঁচটা সাইকেল হয় এ সাইকেলও প্যাডেল করেই চালাতে হয়। সামনে পিছনে একটি করে চাকাই থাকে।
কিন্তু তার উচ্চতা দেখে অনেকেই ঘাবড়ে যেতে পারেন। ফ্রান্সে এই সাইকেল চালানোও হয়েছে। বহু মানুষ তা দেখার জন্য ভিড় জমান। অবাক হয়ে দেখেন ২৫ ফুট উঁচুতে সিটে বসে দিব্যি সাইকেল চালাচ্ছেন একজন।
যদিও তিনি যাতে পড়ে না যান তার জন্য যাবতীয় সতর্কতা অবলম্বন করা হয়েছিল। সাইকেলে তিনি চড়েনও একটি সুউচ্চ অস্থায়ী প্ল্যাটফর্ম থেকে। যা ৩-৪ তলা বাড়ির উচ্চতার সমান। এটিই এখন বিশ্বের সবচেয়ে উঁচু সাইকেলের মর্যাদা পেয়েছে।