বাইরে সব পোশাক খুলে প্রবেশ করতে হবে এই প্রদর্শনী দেখতে হলে
এ মিউজিয়ামে প্রদর্শনী তো অনেক হয়। তবে একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখতে গেলে নারী পুরুষ নির্বিশেষে খালি গায়ে কেবল জুতো পরে প্রবেশ করতে পারবেন।
প্রকৃতিপ্রেমী মন নিয়ে প্রকৃতিকে কেন্দ্র করে প্রদর্শনীতে কোথাও হয়তো প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া প্রয়োজন। প্রকৃতির মধ্যে মিলেমিশে একাকার হয়ে যেতে গেলে শরীরকে প্রকৃতির মত করেই মিশিয়ে দিতে হয়।
হয়তো সেই ভাবনা থেকেই মুসেম মিউজিয়ামে প্রতিমাসে একদিন করে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন হচ্ছে। যে প্রদর্শনী দেখতে যে কেউ আসতে পারেন ঠিকই, তবে তাঁকে একটি শর্ত মেনে নিতে হবে।
তাঁদের প্রদর্শনীতে প্রবেশ করার আগে শরীরের সব পোশাক খুলে রাখতে হবে বাইরে। পায়ে থাকবে কেবল জুতো। বাকি খালি গা। নারী পুরুষ নির্বিশেষে। প্রকৃতি নিয়ে এই প্রদর্শনীতে থাকছে ক্যামেরায় তোলা ছবি, হাতে আঁকা ছবি, স্থাপত্য এবং আরও নানা মাধ্যমের মধ্যে দিয়ে ফুটে ওঠা প্রকৃতি।
যা দেখার জন্য এই বিশেষ প্রদর্শনীর দিন মিউজিয়াম আমজনতার জন্য খোলা থাকবেনা। কেবল যাঁরা পোশাক খুলে খালি গায়ে শুধুমাত্র পায়ে জুতো পরে প্রদর্শনী দেখতে ইচ্ছুক হবেন তাঁরাই প্রবেশ করতে পারবেন। ঘুরে দেখতে পারবেন প্রদর্শনী।
ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইতে এই মুসেম মিউজিয়াম বিখ্যাত এক পর্যটন আকর্ষণ। সেখানেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর।
প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যম দিয়ে তুলে ধরা প্রকৃতি যে মানুষকে অভিভূত করবে সে সম্বন্ধে নিশ্চিত অনেকেই। তবে শর্ত একটাই, খালি গায়ে ঘুরতে হবে। পায়ে থাকবে কেবল জুতো।