সার্কাস থেকে পালাল উট, চাঞ্চল্য ছড়াল এলাকায়
সার্কাস থেকে পালিয়ে যায় একটি উট। সেই উট নজরে পড়ে পথচলতি গাড়ির আরোহীদের। উটের কারণে তারপর ছড়াল চাঞ্চল্য।
সার্কাস মানেই তো এক জায়গা থেকে অন্য জায়গায় পুরো দল নিয়ে পাড়ি দেওয়া। তারপর সেখানে তাঁবু খাটিয়ে সার্কাস দেখানো। তারপর ফের যাত্রা। এই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় একটি জায়গায় সার্কাসের দল বিশ্রাম নিচ্ছিল।
সার্কাসে যেমন অনেক কর্মী, কলাকুশলী থাকেন, তেমন অনেক জন্তু জানোয়ারও থাকে। সেই দলে ছিল একটি উটও। সার্কাসের সেই উট কখন যে সকলের চোখ এড়িয়ে সেখান থেকে চম্পট দেয় তা জানতেও পারেননি সার্কাসের কেউ।
উট তো সেখান থেকে বেরিয়ে দিব্যি পাড়ি দেয় রাস্তা ধরে। উট দুলকি চালে হাঁটতে থাকে রাস্তার ধার ধরে। পাশ দিয়ে চলে যেতে থাকে একের পর এক গাড়ি। এমনই একটি গাড়ির আরোহী উটটিকে দেখে তার ছবি তোলেন। তারপর সেটি পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়।
ফ্রান্সের মায়য়ানের কোয়েভঁ এলাকায় এই উটের দেখা মেলে হাইরোডের ওপর। জামাত্তা সার্কাসের ক্যারাভান বিশ্রাম নেওয়ার সময় উটটি পালিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ে।
উটের কারণে বেশ কয়েকটি গাড়ি সমস্যায় পড়ে। তাদের সামনে এসে পড়ে উটটি। রাস্তায় এভাবে একটি উট ঘুরে বেড়াচ্ছে। রাস্তার ওপর চলে আসছে। যাতায়াতে অসুবিধার কারণ হচ্ছে। এটা বেশ অবাক ঠেকে হাইরোডের ওপর ছুটে চলা গাড়ির আরোহীদের।
এদিকে সার্কাস থেকে যে উট পালিয়েছে তা দ্রুত জানতে পারেন সার্কাসের কর্মকর্তারাও। দ্রুত ওই উটের পরিচর্যায় যাঁরা ছিলেন সেই কর্মীরা বেরিয়ে পড়েন উট ধরতে। পুলিশের কাছে বিষয়টি পৌঁছনোর আগেই তাঁরা উটটিকে রাস্তায় দেখতে পেয়ে সেটিকে ফের ধরে ফিরিয়ে নিয়ে যান সার্কাসে।