প্যারিসের অদূরে তাঁপে শহরে রাস্তার ওপর নিজের মা ও বোনকে ছুরি মেরে হত্যা করল এক যুবক। পাশে থাকা এক ব্যক্তিকেও ছুরি দিয়ে আঘাত করে সে। মৃত্যু না হলেও ছুরির আঘাতে গুরুতর আহত হন তিনি। তাঁর চিকিৎসা চলছে। ভয়ংকর এই ঘটনার পর পুলিশ ওই যুবককে ঘিরে ফেলে। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই যুবকেরও। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সকলের মধ্যে আতঙ্কও ছড়ায়। ২০১৬ সাল থেকেই জঙ্গি বলে সন্দেহভাজনদের তালিকায় ছিল ওই যুবকের নাম। পুলিশ নজরও রাখছিল।
এভাবে মা ও বোনকে হত্যা করার পর যখন পুলিশ কারণ খুঁজতে শুরু করেছে তখনই সন্ত্রাসবাদী সংগঠন আইসিস এই ঘটনার দায় স্বীকার করে। আইসিস ঘটনার দায় স্বীকার করলেও পুলিশ এখনই আইসিসের কথা বিশ্বাস করতে নারাজ। ঘোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।