World

ওঁলাদের বিরুদ্ধে ফ্রান্সেই সমালোচনার ঝড়

ফ্রান্স ইসলামিক সন্ত্রাসবাদের টার্গেটে পরিণত হয়েছে। নিসে যা হয়েছে তা ফ্রান্সের আত্মার ওপর হামলা। ফ্রান্স সন্ত্রাসের সঙ্গে কোনও আপোষ করবে না। তবে সন্ত্রাসবাদের কথা মাথায় রেখে দেশবাসীকে আরও সতর্ক হতে হবে। আরও সংযত হতে হবে। নিসে জঙ্গি হামলার পর দেশবাসীর উদ্দেশ্যে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে। দেশবাসীকে সর্বশক্তি দিয়ে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও সকলকে আহ্বান জানান তিনি। পাশাপাশি আইএসকে বার্তা দিতেই ওঁলাদে সাফ জানিয়েছেন, ইরাক ও সিরিয়ায় ফ্রান্স যেভাবে যৌথ বাহিনীর হয়ে আইসিস ডেরায় আক্রমণ হানছে তা তারা চালিয়ে যাবে।

এদিকে ওঁলাদে যাই বলুন, নিসের ঘটনার পর তাঁর বিরুদ্ধে দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। হিসাব বলছে গত ১৮ মাসে ৭ বার জঙ্গি হানার শিকার হয়েছে ফ্রান্স। যেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০। বারবার ফ্রান্সকে সফট টার্গেট বানাচ্ছে জঙ্গিরা। এক্ষেত্রে ওঁলাদে সরকারের ব্যর্থতার দিকেই আঙুল তুলছেন দেশের সিংহভাগ বাসিন্দা।


অনেকেই প্রশ্ন তুলছেন বাস্তিল ডে-কে সামনে রেখে ভিড় হবে তা আগেই জানা ছিল। প্রশাসনও সব জানত। এমনকি এ ধরণের জমায়েতে হামলার আশঙ্কাও থেকেই যায়। তা সত্ত্বেও নিরাপত্তার ফাঁক গলে কিভাবে একটা আস্ত ট্রাক সেই জমায়েতের মধ্যে ঢুকে পড়ল? আগে থেকে তাকে আটকানো গেল না কেন? প্রশ্ন উঠছে বারবার আক্রমণের শিকার হওয়ার পরও ঢিমেতাল সুরক্ষা বন্দোবস্ত নিয়ে। গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকেও কাঠগড়ায় চাপাচ্ছেন ফ্রান্সের আমজনতা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button