
নিস শহরে হামলা চালানো জঙ্গির পরিচয় জানতে পারল পুলিশ। ফরাসি পুলিশ জানাচ্ছে, ঘাতক ট্রাকে তল্লাশি চালিয়ে যে কাগজপত্র উদ্ধার হয়েছে তা থেকে ওই জঙ্গির পরিচয় জানা গিয়েছে। ওই জঙ্গির নাম মহম্মদ লাহৌয়েজ বৌলেল। তিউনিসিয়ার বংশোদ্ভূত বৌলেল বসবাস করত নিস শহরেই। ডেলিভারি ড্রাইভারের কাজ করত সে। তবে পুলিশের খাতায় আগেই নাম ছিল বৌলেলের। তবে তা ছোটখাটো অপরাধের জন্য। ছিঁচকে চুরিতেও তাকে একসময়ে আটক করেছিল পুলিশ। তবে তার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।