
আর মাত্র কটা দিনের অপেক্ষা। তারপরই গোটা রাজ্য মেতে উঠবে শারদোৎসবের আনন্দে। চারদিকে এখন কাশফুলের দোলা। সোনা ঝরা রোদ্দুরে শরতের গন্ধ। ইতিমধ্যেই কুমোরপাড়া ছেড়ে মা দুর্গা পাড়ি জমাতে শুরু করেছেন বিভিন্ন প্যান্ডেলে। তেমনই এক একচালার প্রতিমা পাড়ি জমাল প্যান্ডেলে। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়।



