
মুম্বইয়ের সাদামাটা জুহুর রাস্তা আচমকাই ঝলমলে উপস্থিতি। স্বাভাবিকভাবেই সকলের চোখ গেল একজনের দিকেই। তিনি ইয়ামি গৌতম। নীল জিনস আর সাদা টপে তাঁর রূপ তখন সকলের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। তবে কিছুক্ষণের জন্যই আমজনতার চোখে ধরা দিলেন তিনি। তারপরই গাড়িতে চড়ে সেখান থেকে চলে গেলেন। তবে যতক্ষণ রইলেন ততক্ষণ তাঁর মুখে লেগে ছিল মিষ্টি হাসি। দেখুন সেই ছবি।

