
মুম্বইতে অনুষ্ঠিত ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার সুনয়না খেরা-র তৈরি পোশাকে ব়্যাম্প মাতালেন মডেলরা। তাঁর জেনারেশন নেক্সট বা জেন নেক্সট সামার কালেকশনে মুগ্ধ সকলেই। হাল্কা পোশাকে ঝলমলে ডিজাইন। একটা অন্যই মাত্রা যোগ করেছে। মডেলদের মাপা দেহে তা যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। তেমনই ছিল উপস্থাপনার অভিনবত্ব।
একেবারে আধুনিক ফ্লোরে নিয়ন লাইটের বাহার। তার মধ্যে দিয়েই একে একে মডেল হেঁটে এসেছেন। তন্বী সুন্দরীরা শরীরী বিভঙ্গে তুলে ধরেছেন ডিজাইনারের সৃষ্টি। সব মিলিয়ে চোখ আটকে দেওয়ার মত শো। সেই শোয়েরই কিছু ঝলক রইল আপনাদের জন্য।





(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)