এ ফুল কুঁড়ি ফুটে হয়না, আবার ঝরে যায়না গলে যায়
ফুল তো কুঁড়ি থেকে ফুটে বড় হয়। আবার একটা সময় ঝরেও পড়ে। কিন্তু এ ফুল না তো কুঁড়ি থেকে ফোটে আর না ঝরে যায়।
ফুল তো সকলেই দেখেছেন। প্রথমে কুঁড়ি হয়। তারপর ধীরে ধীরে সেই কুঁড়ি ফুটে ফুল ফোটে। ফুল ফুটে গেলে তার রূপ, গন্ধ মানুষকে মোহিত করে। প্রজাপতি, মৌমাছি, ভোমরাদের কাছে টেনে আনে।
তবে এই নিয়ম ভাঙা ফুলও হয়। যে ফুল কোনও কুঁড়ি থেকে ফোটে না। আবার ফুল যেমন একটা সময় গাছ থেকে ঝরে পড়ে, এ ফুল তেমন ঝরেও পড়েনা। বরং গলে পড়ে।
একটু অবাক করা হলেও এমন ফুল এ পৃথিবীর বুকেই ফোটে। তবে ফোটে বরফের রাজত্বে। সুমেরু ও কুমেরু অঞ্চলে এই ফুল দেখা যায়। এগুলি ফুল হলেও ফুল নয়। কারণ গাছের ডালে এ ফুল আচমকাই তৈরি হয়।
এ ফুলের পুরোটাই আসলে বরফ। প্রবল ঠান্ডায় গাছের ডালে বরফের পাতলা আস্তরণ পড়ে। সেটাই আসলে ফুলের মত লাগে। তাই একে বলে ফ্রস্ট ফ্লাওয়ার। বরফের ফুল বললে সঠিক বলা হয়।
বরফের হওয়ায় ফুলের সবটাই হয় বরফের। যা ৩, ৪ দিন পর নিজে থেকেই আবার এক সময় গলে যায়। তখন আর গাছের ডালে সেই ফুলটাকে দেখতে পাওয়া যায়না।
ফুল হতে যে শর্তগুলি পূরণ করতে হয় এ ফুল তার কোনওটাই পূরণ করেনা। কারণ এটি ফুল নয়। যেহেতু বরফের পাতলা চাদর সেজে ওঠে ফুলের মত তাই বরফের রাজত্বে এটি ফুলের মর্যাদা পেয়েছে।