ফল দেখলে অনেকের ভয় করে, জানেন তাঁরা কোন রোগে আক্রান্ত
অনেকে ফল খেতে খুব একটা পছন্দ করেননা, তবে ভয় পান এমনটাও নয়। আবার এমন মানুষও আছেন যাঁদের ফল খেতে ভয়। তাঁরা কিন্তু একটি বিশেষ রোগে আক্রান্ত।
ফল এক সুস্বাদু খাবার। ফল কমবেশি সকলেই খেয়ে থাকেন। কিছু মানুষ আছেন যাঁরা ফল খেতে খুব একটা পছন্দ করেননা। তার মানে এই নয় যে তাঁরা ফলে ভয় পান।
কিন্তু এমনও মানুষ আছেন যাঁরা ফল খেতে ভয় পান। ফল দেখলেও তাঁদের ভয় করে। খাওয়া তো বহু দূর! এটা কিন্তু এক ধরনের রোগ। যার চিকিৎসাও রয়েছে।
ফল দেখলে যাঁরা ভয় পান তাঁদের অনেকের ফল খেলে শ্বাস কষ্ট অথবা তাঁরা কান্নাকাটি করতে থাকেন। অনেকে অজ্ঞানও হয়ে যান। আবার কারও কারও হৃদযন্ত্র দ্রুত চলতে থাকে। কারও জ্বর এসে যায়। এমন সব শারীরিক সমস্যা দেখা দিতে পারে যাঁরা ফলে ভয় পান তাঁদের ফলের সংস্পর্শে আনলে।
চিকিৎসাবিজ্ঞানে এই আতঙ্কের নাম ফ্রুকটোফোবিয়া। বিহেভিয়েরাল থেরাপি নামে এক ধরনের চিকিৎসার মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। এইসব রোগীদের মানসিক উদ্বেগ কমানোর ওষুধও দেওয়া হয়। সেইসঙ্গে রোগীদের বোঝানোর চেষ্টাও চলে যে যাতে তাঁরা এই ফল ভীতি থেকে বেরিয়ে আসতে পারেন।
কেন হয় এমন ভয়? ছোটদের ক্ষেত্রে অনেক সময় ফল খাওয়ার সময় একটা ভয় কাজ করে যে ফলের বীজ পেটে গেলে তা থেকে পেটে গাছ হবে। এই ভয় ছোটদের অবুঝ মন থেকে মুছে দেওয়া ভাল।
কিন্তু অনেক সময় বড় বয়সেও এই একই ভয় থেকে যায়। অনেকে আবার ভয় পান যে ফল খেলে তাঁদের পোকামাকড় আক্রান্ত করতে পারে। এমন সব ভয় থেকেই ফলে আতঙ্কের সৃষ্টি হয়।