কাটা বা ঘা সারাতে পছন্দ যখন উড়তে থাকা পোকা
একটি গবেষণা থেকে পাওয়া গেছে এক আজব তথ্য। কাটা ছেঁড়া বা ঘা সারাতে প্রথম পছন্দ উড়তে থাকা পোকা। সেটির প্রয়োগও করা হয় অদ্ভুত উপায়ে।
সবুজ জঙ্গলে সন্তানদের নিয়ে খেলা করছিল মা শিম্পাঞ্জি। তার ছোট্ট ছেলের পায়ে একটা আঘাত লেগেছে। কেটে গিয়েছে। ঘায়ের মত হয়ে গেছে।
সন্তানের কষ্ট মায়ের চেয়ে ভাল কেউ বোঝে না। একটি ভিডিওতে ধরা পড়েছে যে মা শিম্পাঞ্জি ছেলের কষ্ট দেখে হঠাৎ তার পাশ দিয়ে উড়ে যাওয়া একটি পতঙ্গকে খপাৎ করে ধরে ফেলে। তারপর সেটা মুখে পুরে দেয়।
তার ঠোঁট দিয়ে পোকাটিকে কার্যত চটকে ফেলে শিম্পাঞ্জিটি। তারপর তা মুখ থেকে বার করে লাগিয়ে দিতে থাকে ছেলের কাটায়। এই চটকে ফেলা পতঙ্গই তাদের ঘা সারানোর মলমের কাজ করে।
ঘটনাটি ২০১৯ সালের নভেম্বরের। আফ্রিকার গ্যাবনের লোয়ানগো জাতীয় উদ্যানে শিম্পাঞ্জি মায়ের এমন আজব কাণ্ড প্রত্যক্ষ করেন এক বিজ্ঞানী। শুরু হয় বিষয়টি নিয়ে আরও বিশদে খোঁজ নেওয়া।
আর তা নিতে গিয়ে ওই বিজ্ঞানী অনেকটাই নিশ্চিত হন যে শিম্পাঞ্জিরা তাদের কাটা ছেঁড়া সারাতে পোকা ধরে চিবিয়ে তা মলমের মত প্রয়োগ করে থাকে। এটাই তাদের মত করে ওষধি উদ্ভাবন।
খোঁজ নিতে গিয়ে প্রায় আশির কাছে এমন ঘটনা দেখতে পান বিজ্ঞানীরা। বিষয়টি কারেন্ট বায়োলজি নামে একটি জার্নালে প্রকাশিতও হয়।
তাদের ওষুধ দেওয়ার কেউ নেই। তাই তারাই তাদের চিকিৎসার পথ খুঁজে নেয়। এভাবেই বনের প্রাণিরা নিজেদের মত করে নিজেদের চিকিৎসা করে থাকে। যেমনটা দেখা গেল শিম্পাঞ্জিদের ক্ষেত্রে।