State

গঙ্গাসাগরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনের

গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে আর বাড়ি ফেরা হল না ৬ জনের। পদপিষ্ট হয়ে মৃত্যু হল তাঁদের। রবিবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কচুবেড়িয়ায়। গঙ্গাসাগর থেকে ফেরার জন্য বিভিন্ন জেটিতে লঞ্চ ধরার জন্য রবিবার সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় জমে। বেলার দিকে জোয়ার আসার পর লঞ্চ চালু হয়। ভিড়ের চাপ থাকলেও শুরু থেকে লঞ্চ যাতায়াত নিয়ে কোনও সমস্যা ছিলনা। সূত্রের খবর, বিকেলের দিকে ভাটা আসার আগে কচুবেড়িয়ার ৫ নম্বর জেটিতে লঞ্চে উঠতে আচমকাই হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পড়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৬ জনের। বেশ কয়েকজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, ভাটার আগে শেষ লঞ্চে ওঠার জন্য আচমকাই হুড়োহুড়ি লেগে যায়। যার জেরেই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ৩ জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ লক্ষ টাকা করে ক্ষতি পূরণ ঘোষণা করেছেন। এদিকে বিকেল ৫টায় এই ঘটনা ঘটলেও সন্ধের পর আলো জ্বালিয়ে চলতে থাকে উদ্ধারকাজ।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button