Freeze Frame

ছবিতে উঠে এল এক টুকরো গঙ্গাসাগর

কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। প্রতি বছরই তাই জীবনে অন্তত একবার গঙ্গাসাগরে ডুব দিয়ে আত্মশুদ্ধির আশায় মানুষ ছুটে আসেন বহু কষ্ট সহ্য করে।

কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। প্রতি বছরই তাই জীবনে অন্তত একবার গঙ্গাসাগরে ডুব দিয়ে আত্মশুদ্ধির আশায় মানুষ ছুটে আসেন বহু কষ্ট সহ্য করে। দূরদূরান্ত থেকে। এবারও তার অন্যথা হলনা।

মঙ্গলবার মকরসংক্রান্তিতে লাখো মানুষের ভিড় জমল গঙ্গাসাগরে। গঙ্গাসাগর হয়ে উঠল সাগর ও মানুষের মহামিলনক্ষেত্র। চলল স্নান। কপিল মুনির আশ্রমে প্রণাম। মেলায় ঘোরা। সাধুদের কাছ থেকে দেখা। তাঁদের আশির্বাদ নেওয়া।


এবার মেলায় পরিষেবার ছিল সুবন্দোবস্ত। যাতে পুণ্যার্থীদের কোনও সমস্যা না হয়। ছিল সুরক্ষার কড়া প্রহরা। সে সবই উঠে এল আমাদের ক্যামেরায়। সেই এক টুকরো গঙ্গাসাগর ছবিতে তুলে ধরার চেষ্টা করলাম আমরা।

Gangasagar
মেলার উদ্দেশে পুণ্যার্থীবোঝাই লঞ্চ
Gangasagar
লঞ্চঘাটে পুণ্যার্থীদের ওঠানামা
Gangasagar
সাগরমেলার ভিড়কে নিয়ন্ত্রণে রাখতে বাঁশের ব্যারিকেড
Gangasagar
মেলার উদ্দেশে পুণ্যার্থীদের ঢল
Gangasagar
গঙ্গাসাগর মেলার মূল প্রবেশ ফটক, নিজস্ব চিত্র
Gangasagar
সাগরমেলা উপলক্ষে তৈরি অস্থায়ী হাসপাতাল
Gangasagar
মেলাপ্রাঙ্গণে অস্থায়ী হোগলা পাতার তাঁবুর সারি
Gangasagar
জমে উঠেছে সাগরমেলা
Gangasagar
সাগরতটে জমে উঠেছে মেলা
Gangasagar
মেলার সুরক্ষায় নিয়োজিত সিভিক ভলান্টিয়ার
Gangasagar
সাগরমেলার মহাসঙ্গমে
Gangasagar
পুণ্যস্নানে পুণ্যার্থীদের ভিড়
Gangasagar
সাগর-দিগন্তের মিলনক্ষেত্র গঙ্গাসাগর
Gangasagar
মেলার আনন্দে শামিল গোপালও
Gangasagar
পুণ্যস্নানের উদ্দেশে পুণ্যার্থীরা
Gangasagar
সাগরতটে লাখো পুণ্যার্থী
Gangasagar
মেলাপ্রাঙ্গণে পথের ধারে একটু জিরিয়ে নেওয়া
Gangasagar
ইহকালের পাপ ধুয়েমুছে যাক বৈতরণী পারে
Gangasagar
কপিল মুনির আশ্রমের উদ্দেশে দর্শনার্থীদের ভিড়


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button