Feature

এ পাহাড়ে কেউ চড়তে পারেননি, ভেসে আসে অদ্ভুত শব্দ, জ্বলে ওঠে আলো

এভারেস্ট জয় হয়েছে। কিন্তু হিমালয় পর্বতমালার এ পাহাড়ে আজও কেউ চড়তে পারেননি। সব চেষ্টা বৃথা হয়েছে। রহস্যে মোড়া পাহাড় থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ।

হিমালয় যতটাই সুন্দর, ততটাই রহস্যে মোড়া। এখনও কত কিছুই তো অজানা। যেমন হিমালয় পর্বতমালার একটি পাহাড়ে আজও কেউ চড়ে উঠতে পারলেননা। রহস্য এ পাহাড়ের সঙ্গে মিশে আছে।

স্থানীয়রা এ পাহাড়কে রীতিমত সমীহ করেন। পাহাড়টির উচ্চতা বিভিন্ন সময়ে মাপা হয়েছে। কিন্তু যতবারই পাহাড়টির উচ্চতা মাপা হয় ততবারই মাপ অন্য আসে।


যতবার এখনও পর্যন্ত মাপা হয়েছে কোনও বারের মাপ অন্য বারের সঙ্গে মেলেনি। তবে ধরে নেওয়া হয় এই পাহাড়ের উচ্চতা ২৪ হাজার ৮৪০ ফুটের মতন।

এটিই হল বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ যা এখনও মানুষ জয় করতে পারেনি। ভুটানের গঙ্গখর পুনসুম নামে এই পাহাড় হল সে দেশের সর্বোচ্চ শৃঙ্গ। সেইসঙ্গে সবচেয়ে রহস্যে মোড়া এক পাহাড়।


স্থানীয়দের দাবি, এ পাহাড় থেকে বিভিন্ন সময় অদ্ভুত সব শব্দ ভেসে আসে। এমনকি নানা ধরনের আলোও দেখা যায়। স্থানীয়রা এটাও মনে করেন যে তিব্বত ঘেঁষা এই পাহাড়ে ইয়েতির বাস। এখানে ঈশ্বরেরও বাস। এ পাহাড়ে পৌরাণিক প্রাণিরা থাকে বলেও বিশ্বাস করেন তাঁরা।

Gangkhar Puensum
গঙ্গখর পুনসুম, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

ভুটানের মানুষ এই পাহাড়কে আধ্যাত্মিক রূপে সম্মান করেন। পাহাড়টির নামের অর্থ হল ৩ আধ্যাত্মিক ভাইয়ের সাদা পাহাড়। এই পাহাড় ভুটানের মানুষের কাছে এক পবিত্র স্থান। তবে পাহাড়টি রহস্যে মোড়াই রয়ে গেছে। এখনও এর অনেক রহস্যই এক কুহেলিকা হয়ে রয়ে গিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button