বেঙ্গালুরুতে সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের ঘটনার তদন্তে সিট বা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠিত হয়েছিল আগেই। সেই সিট শনিবার ২টি স্কেট প্রকাশ করল। সাংবাদিক গৌরী লঙ্কেশকে তাঁর বাড়ির সামনেই গুলি করে হত্যা করে চম্পট দেয় আততায়ীরা। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে আসে পুলিশের। সেই ছবি দেখে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে পাওয়া তথ্যের ভিত্তিতে ২ সন্দেহভাজনের স্কেচ সামনে আনল সিট। এই ২টি স্কেচ বাদ দিয়ে তদন্তে তেমন কোনও অগ্রগতি যে হয়নি তা এদিন কার্যত মেনে নিয়েছেন তদন্তকারীরা।
তাঁদের দাবি, তদন্তে যা পাওয়া গেছে তাতে যে ২ আততায়ী সেদিন মোটরবাইকে করে এসে গুলি চালায়, তারা ১ সপ্তাহ আগেই বেঙ্গালুরুতে পৌঁছয়। সেখানেই ছিল। এক সপ্তাহ ধরে গৌরী লঙ্কেশের বাড়ি রেইকি করে। তারপর ঘটনার দিন গুলি চালায়। তদন্তকারীরা চাইছেন যদি তারা কোথাও লুকিয়ে থাকে তবে স্কেচ দেখে যেন সাধারণ মানুষ অভিযুক্তদের পাকড়াও করতে সাহায্য করেন।