কার উজ্জ্বল চোখের পাশে সব সম্পত্তি ফিকে লাগে গৌতম আদানির
ভারতের সেরা ধনীদের একজন তিনি। গোটা বিশ্বে তাঁর সম্পত্তির বৈভব নিয়ে চর্চা হয়। কিন্তু তাঁর মনে হয় ওই উজ্জ্বল চোখের পাশে সব সম্পত্তিও ফিকে হয়ে যায়।
ভারতে এখন আরবপতির সংখ্যা ক্রমে বাড়ছে। তবে তাঁদের মধ্যে যে কটি নাম এক বাক্যে নেওয়া হয় তা এখন আদানি আম্বানি। একসময় ধনী বোঝাতে যেমন টাটা বিড়লা নামে একটি প্রবাদ মুখে মুখে ঘুরত। এখন সেটাই বদলে হয়েছে আদানি আম্বানি।
সেই আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এখন ভারতের তো বটেই বিশ্বের অন্যতম ধনী মানুষ। লন্ডনের সায়েন্স মিউজিয়ামে আদানি গ্রিন এনার্জি গ্যালারির উদ্বোধনে গিয়েছিলেন গৌতম আদানি। সেখান তাঁর সঙ্গে তাঁর পরিবারও ছিল।
সেখানেই গৌতম আদানি তাঁর নাতনি কাবেরীকে কোলে তুলে নেন। নাতনির উজ্জ্বল চোখের সামনে তাঁর কাছে আর কোনও সম্পত্তিই যে কিছু নয় তা এক্স হ্যান্ডলে প্রকাশ করেন গৌতম আদানি।
জানান বিশ্বের কোনও সম্পত্তিই তাঁর নাতনির উজ্জ্বল চোখের মত উজ্জ্বল নয়। গৌতম আদানি আরও জানান, তাঁর জীবন ২টি ক্ষেত্রের মধ্যে আবর্তিত হয়। একটি ব্যবসা আর অন্যটি পরিবার। তিনি এর মধ্যেই জীবন কাটান।
৬ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক গৌতম আদানি এখন বিশ্বের ১৭ তম ধনী ব্যক্তি। তাঁর আগে রয়েছেন ভারতের একজনই। তিনি মুকেশ আম্বানি।
রিলায়েন্স কর্তা রয়েছেন ১১ নম্বরে। ধনীদের তালিকার প্রথমেই রয়েছেন বার্নার্ড আরনল্ট ও তাঁর পরিবার। ফ্রান্সের এই প্রতিষ্ঠান বাদ দিলে বিশ্বের প্রথম ১০ জন ধনীর ৯ জনই মার্কিন যুক্তরাষ্ট্রের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা