ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম নাম বিষেণ সিং বেদী। ভারতের এই অসামান্য স্পিনার আইসিসি ক্রিকেট হল অফ ফেম-এ জায়গাও পেয়েছেন। তেমনই এক বর্ষীয়ান খেলোয়াড়ের বিরুদ্ধে খোলাখুলি তোপ দাগলেন তাঁর চেয়ে অনেকটা জুনিয়র ক্রিকেটর গৌতম গম্ভীর। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা বর্তমানে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর সরাসরি স্বজনপোষণের অভিযোগের আঙুল তুলেছেন বেদীর দিকে।
গৌতম গম্ভীরের দাবি বিষেণ সিং বেদীর ছেলে অঙ্গদ বেদীর ক্রিকেট প্রতিভা না থাকা সত্ত্বেও তাঁকে দিল্লির বয়ঃভিত্তিক দলে জায়গা পাওয়ানোর চেষ্টা করেন বেদী। যদিও এসবের আগে একটা পর্ব হয়ে গিয়েছিল। গম্ভীর এর আগে অভিযোগ করেন দিল্লির রনজি দলে নভদীপ সাইনির নির্বাচন আটকে দিয়েছিলেন বিষেণ সিং বেদী। যদিও বেদীর পাল্টা দাবি ছিল গৌতমের অভিযোগ ভুল। তারপরই বিজেপি সাংসদ স্বজনপোষণ নিয়ে বেদীর বিরুদ্ধে প্রশ্ন তোলেন।
গৌতমের সাইনি নিয়ে দাবি বেদী অস্বীকার করলেও গৌতম কিন্তু ২০১৩ সালে বেদীরই লেখা একটি চিঠি সামনে এনে বেদীকে রীতিমত সমস্যায় ফেলে দিয়েছেন। যে চিঠিতে পরিস্কার যে সাইনি দিল্লির নন বলে তাঁকে দিল্লির রনজি দলে জায়গা দেওয়া নিয়ে বেদী প্রশ্ন তুলছেন। বেদী বনাম গৌতম কিন্তু এবার সরাসরি লড়াই শুরু হল। যাতে এখনও অ্যাডভান্টেজ গৌতম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা