স্বপ্নের মধ্যেও তিনি এই দলকে হারাতে চান, কোন দল বললেন গৌতম গম্ভীর
কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর এখন গৌতম গম্ভীর। তিনি এবার খোলাখুলি জানালেন কোন দলকে তিনি স্বপ্নের মধ্যেও হারাতে চান।
আইপিএল জ্বর এখন পুরোদমে গ্রাস করেছে দেশবাসীকে। নিজের পছন্দের দলের জন্য মাঠে গিয়ে বা বাইরে থেকে গলা ফাটাচ্ছেন সমর্থকেরা। কলকাতা নাইট রাইডার্স ২টি ম্যাচ খেলে ২টি জয় পেয়েছে।
নারিন ঝড় আর ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং তাণ্ডব বিরাট কোহলির তারকা খচিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে খড়কুটোর মত উড়িয়ে দিয়েছে।
এই ম্যাচে জয় যেমন দারুণ এক পাওনা তেমনই আবার বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বহুদিনের আদায় কাঁচকলায় সম্পর্কের উন্নতিও বড় পাওনা।
যাঁদের মধ্যে গতবছরও মাঠে প্রায় হাতাহাতি হওয়ার জোগাড় হয়েছিল তারা এদিন হাসিমুখে নিজেদের মধ্যে বাক্য বিনিময় করেছেন। খেলার শেষে কোলাকুলিও করেছেন। যা দেখে গোটা দেশের সঙ্গে খুশি ক্রিকেট বিশ্বও।
এদিকে গৌতম গম্ভীর এই খেলা শুরুর আগেই এক বিস্ফোরক মন্তব্য করেন। যা শুনে অনেকে মনে করছেন বিরাট গম্ভীরের সম্পর্কের উন্নতি কি তবে কেবলই লোক দেখানো? মনের মধ্যে অন্য কিছু?
কারণ গৌতম গম্ভীর এদিন সাফ জানিয়ে দিয়েছেন আর কোনও দল নয়, তিনি সবসময় চান আরসিবি-কে হারাতে। স্বপ্নেও তিনি যদি কোনও দলকে হারাতে চান তাহলে সেটা আরসিবি।
আরসিবি দলের সঙ্গে গৌতম গম্ভীরের কোনও আলাদা করে তিক্ততা কি তবে সেই বিরাট কাঁটা? অনেকে তাই মনে করছেন। বিরাটের জন্যই গৌতম গম্ভীরের এই আরসিবি-কে বিশেষভাবে হারানোর ইচ্ছা।
প্রসঙ্গত শেষ ৫ বার আইপিএল-এ এই ২ দল যে মুখোমুখি হয়েছে তার ফল ৪-১। কেকেআর জিতেছে ৪ বার। আরসিবি ১ বার। চিন্নাস্বামী স্টেডিয়ামে কখনও কেকেআর-কে হারাতে পারেনি আরসিবি।
আইপিএল যবে থেকে শুরু হয়েছে তারপর থেকে ২টি দল ৩৩ বার এখনও মুখোমুখি হয়েছে। যার মধ্যে কেকেআর জিতেছে ১৯ বার। আরসিবি ১৪ বার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা