এমনটা সত্যিই হয় নাকি, বলার ১০ মিনিটের মধ্যে তরুণীর সঙ্গে সেটাই ঘটল
সত্যিই কি পৃথিবীতে এমনটা হয়। প্রেমিককে প্রশ্নটা করার ১০ মিনিটের মধ্যেই সেই ঘটনা ঘটল তরুণীর সঙ্গে। এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি।
তাঁর জন্মদিন উপলক্ষে তিনি তাঁর প্রেমিকের সঙ্গে সমুদ্রের ধারে একটা ঘোরার পরিকল্পনা করেন। স্কুল শিক্ষিকা তরুণী সমুদ্রের ধারে প্রেমিককে নিয়ে পরিকল্পনামতই হাজির হন। সমুদ্র তাঁর বড় প্রিয়। তাই জন্মদিনটা প্রেমিকের সঙ্গে একান্তে সমুদ্রের ধারে কাটাতে চেয়েছিলেন তিনি।
২ জনে সমুদ্রের ধার ধরে হাঁটছিলেন। নানা কথা হচ্ছিল। সেই সময় তরুণী জিজ্ঞেস করেন আচ্ছা এই যে বোতলে ভরা বার্তা সমুদ্রের জলে ভেসে আসে বলে শোনা যায়, এমনটা কি পৃথিবীতে সত্যিই হয়?
প্রেমিককে এই প্রশ্নটা করার ১০ মিনিট পর রেবেকা বোলিং নামে ওই তরুণী সমুদ্রের ধারে ঢেউয়ের তালে ভেসে আসা একটি বোতল দেখতে পান। তিনি আরও আশ্চর্য হয়ে যান বোতলের মধ্যে থাকা একটি বার্তা দেখে।
১০ মিনিট আগেই যে বিষয়টি আদৌ হয় কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি, সেটা ঠিক ১০ মিনিটের মধ্যে তাঁর সামনে এসে পড়ল! তরুণী জানান এটা তাঁর জন্মদিনের সেরা উপহার। তিনি বোতলটি তুলে তার মধ্যে থাকা বার্তাটি বার করেন।
সেটাও একটি মেয়েরই লেখা। সে যে জল ভালবাসে, সমুদ্র ভালবাসে সেটাই লেখা। অবশ্য বার্তাটি বহু পুরনো এমনটা নয়। ১ মাস আগেই তা লিখে বোতলে ভরে জলে ফেলা হয়েছিল।
ফ্লোরিডার বাসিন্দা তরুণী শিক্ষিকা জর্জিয়ার কাম্বারল্যান্ড দ্বীপের সমুদ্রতট থেকে পাওয়া সেই বোতলবন্দি বার্তাটি সোশ্যাল সাইটে প্রকাশ করেন। যে ওই বার্তাটি বোতলে ভরে জলে ফেলেছিল তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
পার্কার নামে ৮ বছরের একটি মেয়ের কাজ এটি। তার মা বাবা বিষয়টি জেনে জানান, তাঁদের মেয়ে চার্লসটন হারবারে নৌকাভ্রমণের সময় ওই বার্তাটি বোতলে ভরে জলে ফেলে। সেও যে জলের ভক্ত তা জানান বালিকার বাবা মা।