জেলে লুকিয়ে ঢুকতে গিয়ে ধরা পড়ে বন্দি, কে জানলে চমক লাগবে
কঠোর নিরাপত্তা বেষ্টনীর চোখে ফাঁকি দিয়ে সে জেলের মধ্যে ঢুকে পড়েছিল। তবে দেখা যেতেই ধরা পড়ল সে। কে সে সেটাই বড় চমক।

জেলের নিরাপত্তা যথেষ্ট কঠোর হয়। কড়া নজরদারি থাকে প্রতি কোণায়। কারণ জেলে যাদের জায়গা হয় তারা কোনও না কোনও অপরাধের সঙ্গে যুক্ত অথবা সন্দেহের ঘেরাটোপে থাকে। তারা যাতে কোনওভাবে পালাতে না পারে বা তাদের পালাতে সাহায্য করতে বাইরে থেকে কোনও প্রচেষ্টা সফল না হয়, সেজন্য জেলে থাকে কড়া পাহারা।
কিন্তু এতকিছু সত্ত্বেও সকালের দিকে একটি জেলে দিব্যি ঢুকে পড়ে সে। গায়ের রং সাদা ধবধব করছে। সে সকলের অলক্ষ্যে জেলের মধ্যে প্রবেশ করে যায়। তবে প্রবেশের সময় ধারাল তারে তার পা কাটে।
জেল চত্বরে বেআইনি প্রবেশের জন্য তাকে পাকড়াও করা হয়। ভরে ফেলা হয় খাঁচায়। খাঁচায় কারণ সে মানুষ নয়। সে আদপে একটি স্ত্রী হাঁস। যে সকলের নজর এড়িয়ে ঢুকে পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পক কাউন্টি জেলে।
কীভাবে হাঁসটি এভাবে জেলের চত্বরে প্রবেশ করল তা অজানা। তবে তার পায়ের চোট জেল কর্তৃপক্ষের নজর কাড়ে। আর তা যে জেলের চারধারে দেওয়া ধারালো তারের বেড়ায় কেটেছে তাও পরিস্কার তাঁদের কাছে।
তাকে পাকড়াও করাটা সহজ ছিলনা। দীর্ঘ প্রচেষ্টার পরই তাকে ধরা যায়। পক কাউন্টি অ্যানিম্যাল কন্ট্রোল-এর সদস্যরাই তাকে পাকড়াও করেন। আপাতত তাকে খাঁচা বন্দি করে একটি ফার্মে পাঠানো হয়েছে। পুরো ঘটনার কথা পক কাউন্টির শেরিফ সোশ্যাল মিডিয়ায় জানান।