কে দরজার বেল বাজাল, দেখতে গিয়ে ভিরমি খাওয়ার জোগাড়
দরজায় বেল বাজিয়েই এখন গৃহবাসীকে জানান দিতে হয় যে কেউ এসেছেন। সেভাবেই দরজায় বেল বেজেছিল। কিন্তু কে এসেছে দেখতে গিয়ে ভিরমি খাওয়ার জোগাড় হল শেরিফের।
একটা সময় ছিল বাড়িতে কেউ এলে তিনি দরজার কড়া নেড়ে জানান দিতেন। ফ্ল্যাট সংস্কৃতি আসার পর এখন আর কেউ দরজার কড়া নাড়েন না, বেল বাজান। গৃহবাসী জানতে পারেন কেউ তাঁদের দরজায় এসেছেন। কে এসেছেন তা জানার জন্য আই হোলে নজর রাখেন তাঁরা।
এখন অনেক বাড়িতে আবার ডোর ক্যামেরা লাগানো থাকে। সেক্ষেত্রে আর আই হোলে চোখ রাখতে হয়না। দরজার পাশে থাকা স্ক্রিনেই ফুটে ওঠে কে দরজার বাইরে বেল বাজালেন।
সেভাবেই ডিংডং আওয়াজে বেজে উঠেছিল দরজার ঘণ্টা। কোনও সাধারণ মানুষের বাড়িতে নয়। খোদ শেরিফের বাড়িতে বেল বাজে। বাড়ির মধ্যে থাকা মানুষজন দেখার চেষ্টা করেন ডোর ক্যামেরায় কে এসেছেন। আর তা দেখতে গিয়ে তাঁদের চক্ষু চড়কগাছ।
তাঁদের দরজায় বেল দিচ্ছে একটি হরিণ। আবার বেল বাজিয়ে সে কিছুক্ষণ অপেক্ষাও করে। কেউ যদি দরজা খোলে! কিন্তু হরিণকে দেখে কেউ আর ভয়ে দরজা খোলার সাহস পাননি। ওই বড়সড় চেহারার প্রাণি যদি শিং দিয়ে গুঁতোয় তাহলে তো আর রক্ষে নেই!
এদিকে বেল বাজিয়ে কিছুটা সময় অপেক্ষা করে তারপর কারও দেখা না পেয়ে হঠাৎ সে ছুটে পালায় দরজা থেকে। ডোর ক্যামেরার সেই ফুটেজ ফেসবুকে ভাগ করে নেয় জর্জিয়ার চেরোকী কাউন্টির শেরিফের অফিস। শেরিফের বাসভবনে যে ঘটনা ঘটে তা সকলে জেনে যায়। হরিণ দরজার বাইরে কতক্ষণ অপেক্ষায় ছিল তাও দেখেন সকলে।