গৃহস্থকে বাড়ি ছাড়া হতে হল, তবে মানুষের জন্য নয়
গৃহস্থকে বাড়ি ছেড়ে কার্যত পালাতে হল। তবে তাঁদের বাড়ি ছাড়া করার পিছনে মানুষের কোনও হাত নেই। একদম অন্য কারণে তাঁদের ঘরছাড়া হতে হল।
দিব্যি বাড়ি ভাড়া নিয়ে ১ বছর আগে সেখানে এসেছিলেন তাঁরা। দিনগুলো কাটছিলও ভাল। কোনও সমস্যা ছিলনা। কিন্তু জানুয়ারি মাসে তাঁদের বাড়িতে একটি বাদুড় ঢোকে। বাদুড় ওই এলাকায় অনেক। তাই একটা দুটো ঢুকে পড়তেই পারে। সেদিকে নজর দেওয়ার প্রয়োজন বোধ করেননি তাঁরা।
কিন্তু সমস্যা হয় তারপর। দেখা যায় এরপর একটা দুটো করে বাদুড় তাঁদের বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছে। আর প্রতিদিনই বাদুড় বেড়েই চলেছে। তারা যে বাড়িতে প্রবেশ করে, তারপর কিছুটা পড়ে পালিয়ে যায় তা কিন্তু নয়। তারা বাড়িতেই থেকে যাচ্ছিল।
এভাবে বাদুড় বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছয় যে বাদুড়দের ভিড়ে ভরে যায় বাড়ি। বাড়ির সর্বত্র বাদুড়। তাই আর দেরি না করে কোনও ক্ষতি হওয়ার আগে শিশুকে কোলে নিয়ে বাড়িছাড়া হয় পরিবার।
ঘটনাটি ঘটেছে আমেরিকার জর্জিয়ার সাভানাতে। সাভানাতে বাদুড়ের প্রকোপ বেশি। এটা অনেকের জানা। কিন্তু তার জন্য কাউকে বাড়ি ছাড়া হতে হয়না।
এই পরিবারের ক্ষেত্রে বাদুড়দের তাঁদের বাড়ি এত ভাল লাগল যে সেখানে বাদুড়রা নিজেদের ডেরাই বানিয়ে নিল। এখন যা পরিস্থিতি তাতে তাঁদের ২ সন্তানকে নিয়ে স্বামী স্ত্রী ওই এলাকারই এক পরিবারের বাড়িতে রাত কাটাচ্ছেন। এদিকে ওই বাড়ি থেকে বাদুড়দের হঠাতে বাড়ির মালিকের সঙ্গে প্রয়োজনীয় কথা বলে ব্যবস্থার পথে হাঁটছে স্থানীয় প্রশাসন।