গুহায় পাওয়া গেল নতুন প্রাণের সন্ধান, আবিষ্কারে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা
পাহাড়, জঙ্গল, বৃষ্টিতে ভেজা রাজ্যের একটি গুহায় পাওয়া গেল এক নতুন প্রাণের সন্ধান। তাঁদের এই আবিষ্কারে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। এটির নামকরণও করেছেন তাঁরা।

ভারতের উত্তরপূর্বের এক রাজ্য মেঘালয়। চারিদিকে অগুন্তি পাহাড় আর অপার সবুজ বনানী। বৃষ্টি ভেজা মেঘালয়ের গহন অরণ্য আর দুর্গম পাহাড়ের অন্তরে যে কত কিছু লুকিয়ে রয়েছে তা এখনও মানুষের অজানা। সেই অজানার একটির খোঁজ মিলল বিজ্ঞানীদের হাত ধরে।
শামুকের ওপর কাজ করতে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় হাজির হয়েছিলেন বেঙ্গালুরুর একটি গবেষক সংস্থার কয়েকজন গবেষক। ময়মাই গ্রামের কাছে পাহাড়ের খাঁজে একটি লাইমস্টোন গুহায় ঢুকেছিলেন তাঁরা।
গুহার ভিতরটা স্যাঁতস্যাঁতে। তবে আবিষ্কারের টানে তাঁরা অনেকটা ভিতরে প্রবেশ করেন। সেখানেই ভেজা লাইমস্টোনের ওপর এক বিশেষ ধরনের ছোট্ট প্রাণিকে ঘুরে বেড়াতে দেখেন তাঁরা। কাছে যেতে বুঝতে পারেন এটি শামুক প্রজাতির দলে পড়লেও এ প্রাণিকে আগে দেখা যায়নি।
অত্যন্ত ছোট্ট সেই শামুকের মত প্রাণিগুলি যে বিশ্বের মানচিত্রে একদম নতুন আবিষ্কার তা বুঝতে তাঁদের সময় লাগেনি। বুঝতে পারেন ২ মিলিমিটারের চেয়েও ছোট চেহারার সেই প্রাণিগুলি তাঁদের আবিষ্কার হয়ে থেকে যাবে ইতিহাসের পাতায়।
কেন্দ্রীয় সরকারের বায়োটেকনোলজি বিভাগের অর্থানুকূল্যে চলা এই গবেষণায় গবেষকরা ওই শামুক জাতীয় প্রাণিটির খোঁজ পান। তাঁরা সেটির নামকরণ করেন লাইমস্টোন গুহার নামে।
১৭০ বছর পর এমন ক্ষুদ্র চেহারার কোনও শামুক গোত্রের প্রাণি বিশ্বে আবিষ্কৃত হল। এখন গবেষকরা খতিয়ে দেখছেন যে এটি গুহাতেই পাওয়া যায়, নাকি অন্যত্রও এটি পাওয়া যেতে পারে। তবে তার জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা