World

বিমানবন্দরে কালো স্যুটকেস আনবেন না, যাত্রীদের জানাল কর্তৃপক্ষ

বিমানবন্দরে কালো স্যুটকেস আনতে নিষেধ করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরে যাত্রীদের এই অনুরোধ করল কর্তৃপক্ষ। কালোর জায়গায় রঙিন স্যুটকেসে জোর দিয়েছে তারা।

বিমানবন্দরে আসা যাত্রীদের হাতে লাগেজ থাকেই। তা স্যুটকেসে ভরা থাকে। এমন স্যুটকেসের রং সাধারণত কালোই হয়। কিন্তু সেই কালো স্যুটকেসেই এবার না করল জার্মানির এক বিমানবন্দর কর্তৃপক্ষ। জার্মানির যাত্রীদের বিমানে যাত্রার সময় কালো স্যুটকেস আনতে নিষেধ করেছে তারা।

তাদের পরামর্শ, সবচেয়ে ভাল হয় যদি হ্যান্ড লাগেজেই নিজের প্রয়োজনীয় জিনিস যাত্রীরা নিয়ে নিতে পারেন। আর যদি তা একেবারেই সম্ভব না হয় তাহলে স্যুটকেস তো নিতেই হবে। সেক্ষেত্রে কালো রংয়ের স্যুটকেসের জায়গায় রঙিন স্যুটকেস নিতে হবে যাত্রীদের।


এমন ভাবার কারণ নেই যে কোনও নাশকতা বা অপরাধের গন্ধ পেয়ে কালো স্যুটকেসে না করছে তারা। আসলে গত কয়েক সপ্তাহে কালো স্যুটকেস নিয়ে নাজেহাল হয়ে পড়েছে জার্মানির বিমানবন্দরগুলি।

সিংহভাগ যাত্রীর স্যুটকেসই কালো। এমনকি প্রায় সব একই রকম দেখতে। ফলে তাদের পক্ষে স্যুটকেস সামাল দেওয়াই এক ঝকমারি হয়ে দাঁড়িয়েছে।


যাত্রীদের নিজের স্যুটকেস চিনে নিতে হিমসিম খেতে হচ্ছে। ফলে কেবল স্যুটকেসকে কেন্দ্র করে অনেক বেশি সময় নষ্ট হচ্ছে। যাত্রীদের যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনই বিমানবন্দরের কর্মীদের সময় নষ্ট হচ্ছে।

বিমানবন্দরগুলিতে অযথা ভিড় জমে যাচ্ছে কেবল স্যুটকেস সংগ্রহ করতে। যাত্রীরা রঙিন স্যুটকেস নিলে তাঁদের নিজের স্যুটকেসের রং বা ধরণ চেনা থাকবে। দ্রুত তা খুঁজেও পাওয়া যাবে। ফলে আগামী দিনে হয়তো জার্মানির বিমানবন্দরগুলোতে কালো স্যুটকেস বড় একটা দেখা যাবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button