বিরক্ত হয়ে পাশের বেডের রোগিণীর অক্সিজেন মেশিন বন্ধ করে দিলেন বৃদ্ধা
পাশের বেডে এক মরণাপন্ন বৃদ্ধা শুয়ে। অক্সিজেন মেশিন চলছে তাই তাঁর শ্বাস চলছে। সেখানে বিরক্ত হয়ে পাশের বেডের রোগিণী বৃদ্ধার অক্সিজেন মেশিন বন্ধ করে দিলেন।
হাসপাতালে সার দিয়ে বেড। সেখানে শুয়ে আছেন মহিলা রোগীরা। সেই ফিমেল ওয়ার্ডে ২ বৃদ্ধা পাশাপাশি চিকিৎসারত ছিলেন। সেখানে ৭৯ বছরের এক বৃদ্ধার অক্সিজেন চলছিল। তাঁর শারীরিক পরিস্থিতি এমনই যে কিছুক্ষণ অক্সিজেন বন্ধ করলে তাঁর প্রাণ বায়ু নির্গত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অক্সিজেন ছাড়া গতি নেই।
এদিকে যে মেশিনটির সাহায্যে ওই বৃদ্ধাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল সেটি থেকে একটি একঘেয়ে আওয়াজ নির্গত হচ্ছিল। পাশের বেডে শুয়ে থাকা ৭২ বছরের এক বৃদ্ধা রোগিণীর তা একেবারেই ভাল লাগেনি। বিরক্ত হচ্ছিলেন তিনি।
প্রথমে তা বন্ধ করতে বলেন তিনি। কিন্তু সেটা সম্ভব নয় বলে তাঁকে জানানো হয়। অভিযোগ, এরপর নিজেই উঠে মেশিনটি ওই ৭২ বছরের বৃদ্ধা বন্ধ করে দেন।
বিষয়টি নজরে আসতেই দ্রুত ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্সরা মেশিনটি ফের চালু করে দেন। কিন্তু তাঁরা সেখান থেকে যেতেই ফের উঠে সেটি বন্ধ করে দেন ওই বিরক্ত বৃদ্ধা।
এরপর অবশ্য অক্সিজেন সাপোর্টে থাকা বৃদ্ধাকে দ্রুত আইসিইউ-তে ভর্তি করাতে হয়। অন্যদিকে যিনি অক্সিজেন মেশিনটি বন্ধ করেছিলেন ওই বৃদ্ধার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়।
হত্যার চেষ্টার অভিযোগে তাঁকে পুলিশ গ্রেফতার করে আদালতে পেশ করলে আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয়। ঘটনাটি ঘটেছে জার্মানির ম্যানহাইম শহরের একটি হাসপাতালে।