ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বাচ্চাদের খেলনা গাড়ি ছোটালেন তরুণ
বাচ্চাদের খেলনা গাড়িতে তারা মজা করে চড়ে। সে গাড়ি আস্তে আস্তে এগোয়। তেমনই এক খেলনা গাড়িতে ১৫০ কিলোমিটার গতিতে পাড়ি দিলেন এক তরুণ।
অবিশ্বাস্য কাণ্ড বললেও বোধহয় কম বলা হয়। বাচ্চাদের খেলনা গাড়ি তো সকলেই দেখেছেন। তাতে চড়ে ছোটরা নিজেদের মত করে ঘরে ঘুরে বেড়ায়। বাড়ির ছাদে বা দালানেও ঘোরে। এমনটি বাড়ির কাছের পার্কে বা বাড়ির সামনের রাস্তাতেও তারা সেই গাড়িতে চেপে বেড়ায়।
খেলনা গাড়ির গতি সে অর্থে হয়না। অতি মন্থর গতিতে তা এগোয়। এটা শিশুদের বিনোদন মাত্র। ওটা গাড়ির প্রয়োজন মেটানোর জন্য নয়। কিন্তু সেই খেলনা গাড়িতেই গাড়ির প্রয়োজন মিটিয়ে বিশ্বকে চমকে দিলেন এক তরুণ।
জার্মানির এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র একটি খেলনা গাড়িতে করে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পাড়ি দিলেন রাজপথ ধরে। ছোট্ট গাড়ি। যেমন খেলনা গাড়ি হয়। সেই গাড়িতে তো এক পূর্ণ দেহের মানুষের পক্ষে বসা সম্ভব নয়।
তাই ওই যুবক গাড়ির ওপর কোনওক্রমে দেহের মধ্যভাগকে রেখে বাকি অংশ ছড়িয়ে প্রায় শুয়ে পড়ার মত করে ওই খেলনা গাড়িতে চড়েন। তারপর গতি তুলে সড়কপথ ধরে পাড়ি দেন।
গাড়ি ছোটে দুর্বার গতিতে। আর সেই গতিতেই তা গন্তব্যেও পৌঁছয়। গাড়ির গতি মেপে দেখা যায় তার গতি ৯২.২৪ মাইল প্রতি ঘণ্টা।
যা কিলোমিটারের হিসাবে প্রায় ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। একটা খেলনা গাড়িকে যে ১৫০ কিলোমিটার গতিতে ছোটানো সম্ভব তা করে দেখালেন ওই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।