বড়দিনের উপহার হিসেবে একটা ফোন পেয়েছিল জার্মানির বাসিন্দা ৬ বছরের ছোট্ট মেয়েটি। নতুন খেলনা নিয়ে সে কি করবে প্রথমে ভেবে ঠাহর করতে পারছিল না। ‘খেলনা’ ফোন দিয়ে কাকে ফোন করা যায়? কারোর নম্বরই তো তার মনে নেই। হঠাৎ তার মনে পড়ে যায় একটা নম্বর। খেলার ছলে চটপট সেই নম্বর ডায়াল করে দেয় সে। একবার দুবার নয়। পরপর ১৯ বার। সেই ফোন নম্বর ছিল জার্মানির সুলৎজবার্গ থানার।
যতবার সেই ফোন ধরেন থানায় উপস্থিত পুলিশকর্মীরা, ততবার একটা শিশুর গলার আওয়াজ শুনতে পান তাঁরা। নিশ্চয়ই বাচ্চাটার কোনও বিপদ হয়েছে। নাহলে এতবার কেন ফোন করবে? তাই জরুরি ফোন ভেবে কোথা থেকে ফোন আসছে তার খোঁজ শুরু করে পুলিশ। ফোন নম্বরটি এক মহিলার বলে জানতেও পারে তারা। সেই মহিলা আসলে বাচ্চাটিরই মা। বিপদের আঁচ পেয়ে ছোট্ট মেয়েটির বাড়ি দ্রুত পৌঁছে যায় পুলিশ। এবার বোকা বনে যাওয়ার পালা।
শিশুর অবোধ কম্ম বুঝতে অসুবিধা হয়নি পুলিশের। এমনিতে মিথ্যা ফোন করে পুলিশকে উত্যক্ত করাকে অপরাধ হিসাবে দেখা হয় জার্মানিতে। তবে এ যাত্রায় বাচ্চার মুখের দিকে চেয়ে অভিভাবকদের ফোন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিদায় নেন পুলিশকর্মীরা।