
বাড়ি থেকে বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন জার্মানির এক ব্যক্তি। উদ্বিগ্ন পরিবার তাঁর নিখোঁজের বিষয়ে থানায় ডায়েরিও করে। নিখোঁজ ব্যক্তির খোঁজে শুরু হয় তল্লাশি। পশ্চিম জার্মানির বট্রপ শহরের কাছে পাওয়া যায় তাঁর সন্ধান। বট্রপ শহরের একটি গ্যারেজের সামনে রাখা বন্ধ গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় নিখোঁজ ব্যক্তির নিথর দেহ। গাড়ির ভিতরে পাওয়া যায় এক মহিলার মৃতদেহও। দুজনের দেহই নগ্ন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে তারা জানতে পারে ওই মহিলাও বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন।
পুলিশের ধারণা, ৪৪ বছরের ওই ব্যক্তি গাড়ির ভিতরেই মহিলার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হন। সম্ভবত, সেইসময় গাড়ির ভিতরটা গরম রাখতে ইঞ্জিন চালু রেখেছিলেন তাঁরা। কিন্তু শারীরিক সম্পর্কে মত্ত হয়ে পড়ায় ইঞ্জিন বন্ধ করতে তাঁরা ভুলে যান। যা পরিণতি হয় ভয়ঙ্কর। পুলিশের অনুমান, ঘণ্টার পর ঘণ্টা ইঞ্জিন চালু থাকায় গাড়ির ভিতর কার্বন মনোক্সাইড গ্যাসে ভর্তি হয়ে যায়। গাড়ির কাঁচ বন্ধ থাকায় সেই বিষাক্ত গ্যাসেই দমবন্ধ হয়ে ওই ব্যক্তি ও মহিলার মৃত্যু হয়। তবে নিছক দুর্ঘটনা থেকেই ওই যুগলের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।