স্টকহোম, বার্লিনের পর ফের মানুষের ভিড়ে ঢুকে পড়ল বেপরোয়া যান। নিয়ন্ত্রণ হারিয়ে নয়। হিসেব কষে। হত্যার লক্ষ্য স্থির করেই। জার্মানির শহর মুনস্টারের একটি জনপ্রিয় রেস্তোরাঁর সামনে ফুটপাথের ওপর পাতা ছিল সারি সারি টেবিল। রেস্তোরাঁর নানা পদে মন দিয়েছিলেন অনেকে। সেখানেই আচমকা হুড়মুড়িয়ে উঠে এল একটি বেপরোয়া ভ্যান। তারপর গতিতে পিষে দিল একের পর এক মানুষকে। রক্তে ভেসে গেল চারপাশ। আতঙ্কে চিৎকার করে উঠলেন সকলে।
এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে আহত হন প্রায় ৩০ জন। যাঁদের বেশ কয়েকজনের আঘাত গুরুতর। অবস্থা সংকটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনার পরই পুলিশের তরফে গোটা শহরে জানিয়ে দেওয়া হয় কেউ যেন ওই রেস্তোরাঁর ধারে কাছে না আসেন। যদিও খবরে প্রকাশ, ভ্যান চালক এই তাণ্ডবলীলা চালানোর পর আত্মঘাতী হয়। সে কেন একাজ করল তা জানার আর কোনও উপায় রইল না। কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও জানা যায়নি। তবে ঘটনার পর গোটা মুনস্টার জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।