
ভয়ংকর বন্যায় জার্মানিতে মৃত্যু হল ৩ জনের। বহু মানুষ ঘরছাড়া। বিভিন্ন এলাকায় ক্রমশ জল বাড়ছে। উদ্ধার কাজ পুরোদমে চললেও বৃষ্টি চলতে থাকায় অবস্থার অবনতি হয়েই চলেছে। দক্ষিণ-পশ্চিম জার্মানির অবস্থা সবচেয়ে শোচনীয়। এখানেই গুয়েন্দ শহরে বন্যায় ভেসে যাচ্ছিলেন এক ব্যক্তি। জীবনের ঝুঁকি নিয়েই তাঁকে বাঁচানোর চেষ্টা করছিলেন এক দমকলকর্মী। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওই ব্যক্তিকে তো বাঁচানো যায়ইনি, তাকে বাঁচাতে গিয়ে ওই দমকলকর্মীরও জয়ের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়। উদ্ধারকাজ চালানোর সময় তৃতীয় একটি দেহ উদ্ধার হয় জলে ভরে থাকা উইসবাচ শহরের একটি গ্যারাজে। গত এক সপ্তাহ ধরেই ইউরোপের সিংহভাগ জুড়ে প্রবল ঝড় বৃষ্টি চলছে। অনেক জায়গায়ই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।