World

এখনই উচ্চতা ৯ ফুট ৬ ইঞ্চি, আরও লম্বা হচ্ছেন সামেদ

খাতায় কলমে তিনি এখনও বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের তকমা পাননি। তবে তিনি বেড়ে চলেছেন। তাঁর দাবি, কয়েক মাসে একটু করে লম্বা হয়েই চলেছেন তিনি।

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের তকমা এখন রয়েছে তুরস্কের কৃষক সুলতান কোসেনের ঝুলিতে। ৮ ফুট ৩ ইঞ্চির মানুষটির চেয়েও কিন্তু লম্বা মানুষ রয়েছেন ঘানায়। যাঁর উচ্চতা এখন নাকি ৯ ফুট ৬ ইঞ্চি!

সবচেয়ে আশ্চর্যের যে সুলেমানা আবদুল সামেদ এখনও বেড়েই চলেছেন। তিনি নিজেই সেই দাবি করেছেন। বিশ্বের প্রথমসারির একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সামেদ দাবি করেছেন প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর তাঁর উচ্চতা বাড়ছে।


সামান্য করে হলেও এভাবে সামেদ বেড়ে চলেছেন। যার ফলে তাঁর জুতো, জামা সবই বিশেষভাবে তৈরি করতে হচ্ছে। তবে তাঁর এই উচ্চতার জন্যই তিনি জনপ্রিয়।

২০১৫ সালের পর থেকে সামেদ বুঝতে পারেন যে তাঁর লম্বা হওয়া থামছে না। তিনি লম্বা হয়েই চলেছেন। আসলে এ এক বিরল রোগ। সেই রোগের শিকার সামেদ। রোগটির নাম জাইগান্টিজম।


মানুষ ছোট বয়স থেকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর পূর্ণতা পেতে থাকে, বড় হতে থাকে শরীরে থাকা গ্রোথ হরমোনের কারণে। যা নিয়ন্ত্রিতভাবে নির্গত হয়। সেটাই স্বাভাবিক।

তবে অতি বিরল ক্ষেত্রে তা অধিক পরিমাণের নিঃসৃত হতে থাকে। যার ফলে বাল্যে বা কৈশোরেই শরীর অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। লম্বা হতে থাকে। সেই রোগের শিকার সামেদ।

সামেদ অবশ্য তাঁর এই উচ্চতা নিয়ে অখুশি নন। উচ্চতার কারণে অনেকেই তাঁকে চেনেন দেখে তা উপভোগই করেন ঘানার এই তরুণ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button