কোন বালিশে মাথা দিয়ে ঘুমোয় জিরাফ ও তাদের শাবকরা, জানলে অবাক হবেন
জিরাফ তো সকলেই দেখেছেন। জঙ্গলে না হলেও চিড়িয়াখানায় তা প্রায় অধিকাংশ মানুষের দেখা। এই জিরাফদের শাবকদের মাথার বালিশ কিন্তু বেশ অবাক করা।
জিরাফ অত্যন্ত পরিচিত একটি প্রাণি। যাকে সকলে আরও ভাল চেনেন তাদের লম্বা গলার জন্য। এত লম্বা গলার প্রাণি আর দেখতে পাওয়া যায়না। একটি পূর্ণ বয়স্ক জিরাফ কীভাবে ঘুমোয় জানেন? তারা সাধারণত দাঁড়িয়ে ঘুমোয়।
কিন্তু জিরাফ শাবকরা দাঁড়িয়ে ঘুমোতে পছন্দ করেনা। তারা বসে পড়ে গা এলিয়ে দিয়ে ঘুমোয়। আর ঘুমের সময় তারা তাদের লম্বা চেহারা নিয়ে কেমন যেন নানাভাবে বেঁকে টেরে নিজেদের স্বচ্ছন্দ করে নেয়।
দূর থেকে দেখে মনে হতে পারে ওদের কষ্ট হচ্ছে, কিন্তু ওরা তাতেই নিশ্চিন্ত থাকে। স্বচ্ছন্দ থাকে। তাই ওভাবেই তারা ঘুমোতে পারে। কিন্তু যেটা সবচেয়ে অবাক করে তা হল তাদের ঘুমের সময় মাথার বালিশ।
কোনও প্রাণির ঘুমের সময় মাথার বালিশ লাগেনা। তবে জিরাফ শাবকরা তাদের লম্বা গলাকে এতটাই বাঁকাতে পারে যে মাথাটা তাদের পশ্চাৎদেশ পর্যন্ত পৌঁছে যায়।
এবার তারা তাদের নিতম্বকে মাথার বালিশ করে নেয়। নিতম্বের ওপর নিশ্চিন্তে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এভাবে নিজের নিতম্বের ওপর মাথা রেখে ঘুমোতে বড় একটা অন্যকোনও প্রাণির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়না।
লম্বা গলার জন্য জিরাফ শাবকরা তাদের নিতম্ব পর্যন্ত মাথা নিয়ে গিয়ে দিব্যি নিতম্বে মাথা রেখে ঘুমিয়ে পড়তে পারে। পৃথিবীতে এখন যে জীবজগত রয়েছে তার মধ্যে সবচেয়ে লম্বা প্রাণি কিন্তু জিরাফই।