ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। চলে গেলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গিরিজা দেবী। গিরিজা দেবীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীত দুনিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কলকাতার বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত পৌনে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতার প্রতি ছিল তাঁর অদ্ভুত ভালবাসার টান। সেই টানেই থেকে গিয়েছিলেন কলকাতায়।
১৯২৯ সালে বেনারসে জন্ম গিরিজা দেবীর। ছোট বয়স থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি টান। সেনিয়া ও বেনারস ঘরানার শিল্পী হিসাবেই পরিচিত ছিলেন। তাঁর অসামান্য সঙ্গীত প্রতিভা বার বার সঙ্গীত জগতকে অবাক করেছে, মুগ্ধ করেছে। সঙ্গীত জগতে তাঁকে সবাই ডাকতেন ‘ঠুমরী কুইন’ নামে। তাঁর মৃত্যু ভারতীয় মার্গ সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি বলেই ব্যাখ্যা করেন সঙ্গীত জগতের বিশিষ্ট জনেরা।