২০৪৫ সালের মধ্যে ৮৫ শতাংশ গ্রিন হাউস গ্যাস নির্গমন বন্ধ করায় সহমত হল ১০৭টি দেশ। শনিবার রোয়ান্ডার কিগালিতে পরিবেশ সংক্রান্ত সম্মেলনে এ বিষয়ে চুক্তি সম্পাদিত হয়েছে।
রেফ্রিজারেটর, গাড়ির এসি থেকে হাইড্রোফ্লুরোকার্বন গ্যাস নির্গত হয়। যা বিশ্ব উষ্ণায়নের একটা বড় কারণ। এই গ্যাসের ব্যবহার ৮৫ শতাংশ কমানো নিয়ে ভারত সহ চিন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলি চুক্তিবদ্ধ হয়েছে।
উন্নত দেশগুলি হাইড্রোফ্লুরোকার্বন গ্যাসের ব্যবহার ইতিমধ্যেই অনেকটা কমিয়ে ফেলেছে। সেই রাস্তায় এবার হাঁটা শুরু করছে ভারতও।
মূলত রেফ্রিজারেটরে ব্যবহৃত এই গ্যাস যাতে দ্রুত কমিয়ে ফেলা যায় সে ব্যাপারে উদ্যোগী হয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক দ্রুত গ্রিন হাউস গ্যাস নির্গমনে লাগাম টানতে রোড ম্যাপ তৈরি করতে চলেছে।