এ ফুল ফুটলেই মাঠে আগুন জ্বলে ওঠে
এ এমন এক ফুল যা ফুটলেই আগুন জ্বলে ওঠে। খুব দ্রুত এ ফুল বেশ কয়েকটি দেশে অতিবিরল ফুলে পরিণত হয়েছে।
ফুলের শোভা চোখ জুড়িয়ে দেয়। গন্ধ প্রাণ ভরিয়ে দেয়। ফুল মানেই যেন এক সুন্দর সৃষ্টি। প্রতিটি দেশেরই ফুলের বৈচিত্র্য দৃষ্টিনন্দন। দেশ ভেদে আবার বদলে যায় আবহাওয়া। ফলে বদলে যায় ফুলও। এক এক দেশে আবার এক এক ধরনের ফুল বেশি দেখা যায়। সেই ফুলই অন্য দেশে বিরল।
সব দেশের আবার জাতীয় ফুল থাকে। জিম্বাবোয়ের জাতীয় ফুল ফায়ার লিলি। এই ফায়ার বা আগুন কেন যুক্ত হয়েছে এ ফুলের নামের সঙ্গে? এই ফুল ফুটলেই যেন আগুন জ্বলে ওঠে। ফায়ার লিলি ফুলটির পাপড়ির রং এর কারণ।
ফায়ার লিলির পাপড়ি বেশ বড় হয়। আর তার রং হয় গাঢ় হলুদ কমলা মেশানো। যে দেখে মনে হয় যেন আগুন। এই ফুল যখন তার পাপড়ি ছড়িয়ে দেয়, তখন সারি সারি ফুলের দিকে তাকালে তার রংয়ের জন্য মনে হয় যেন মাঠ জুড়ে আগুন ধরেছে।
ফায়ার লিলি কিন্তু আফ্রিকা ও এশিয়াতেই পাওয়া যায়। ভারতের ওড়িশা এমন জায়গা যেখানে এই ফায়ার লিলি আগে অনেক ফুটত। কিন্তু যে কোনও কারণেই হোক ওড়িশায় ফায়ার লিলি এখন প্রায় লুপ্তপ্রায় ফুল। ফলে ভারতে এই ফুল আর তেমন দেখা যায়না।
একইভাবে শ্রীলঙ্কায় এক সময় অনেক হলেও এখন শ্রীলঙ্কায় এই ফুলের দেখা মেলা ভার। তবে জিম্বাবোয়েতে এই ফুল অনেক দেখা যায়। তাই সার্বিকভাবে বিরল হয়ে যায়নি ফায়ার লিলি। তবে দেশ ভেদে তা বিরলের তকমা পায়।