মার্কিন পর্নস্টার মিয়া মালকোভাকে নিয়ে তাঁর সিনেমা ‘গড, সেক্স এণ্ড ট্রুথ’ বা ছোট করে ‘জিএসটি’-র আত্মপ্রকাশের ১ দিন আগে বিপাকে পড়লেন পরিচালক রামগোপাল বর্মা। সিনেমায় অশ্লীলতার অভিযোগে তাঁর বিরুদ্ধে পুলিশে মামলা রুজু হল। মামলা রুজু করেছেন সমাজসেবী দেবী সহ অনেকে। কয়েকদিন ধরেই এই সিনেমাকে কেন্দ্র করে পারদ চড়ছিল। হায়দরাবাদে দফায় দফায় এই সিনেমা ব্যান করার দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয় মহিলা সংগঠনগুলি। এবার পুলিশের কাছেও পরিচালকের বিরুদ্ধে রুজু হল মামলা।
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, সিনেমার যে পোস্টারগুলি সোশ্যাল সাইটে প্রকাশ করা হয়েছে তার মধ্যে একটি অত্যন্ত অশ্লীল। তাছাড়া যারা এই সিনেমার বিরুদ্ধে গলা চড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে পরিচালক ব্যক্তিগত আক্রমণ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। পুলিশ মামলা রুজু করলেও বিষয়টি নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে। সবদিক খতিয়ে দেখে তবেই পরবর্তী পদক্ষেপের কথা ভাবছে তারা। এরমধ্যেই এদিন এই সিনেমার মুক্তি বন্ধ করতে হায়দরাবাদ ও বিশাখাপত্তনমে বিক্ষোভ দেখান মহিলা সংগঠনের সদস্যরা। রামগোপাল বর্মাকে অবিলম্বে গ্রেফতারেরও দাবি করেন তাঁরা। তাঁদের দাবি সেন্সর বোর্ডের ঝামেলা এড়াতেই পরিচালক সিনেমাটিকে ওয়েবে মুক্তি দিচ্ছেন। মহিলা সংগঠনগুলির দাবি, এই সিনেমায় নারীদের একটি যৌন সামগ্রি হিসাবে তুলে ধরা হয়েছে। গড, সেক্স এণ্ড ট্রুথ সিনেমাটিকে একটি পর্নোগ্রাফি বলেও দাবি করেছেন তাঁরা।