একটি রিয়্যালিটি টিভি শো। এখানে দলগত দৌড়ের একটা বড় ভূমিকা রয়েছে। দৌড়ে জেতাতে হবে দলকে। আর সেখানেই অভিনয় করছিলেন অভিনেতা গডফ্রে গাও। বয়স মাত্র ৩৫ বছর। ঝকঝকে যুবক। এক সময়ের সুপার মডেলও। মেদহীন শরীরের ছুটতে শুরু করেছিলেন তিনি। ক্যামেরা তখন চলছে। গডফ্রে ছুটছেন। আর তা ক্যামেরাবন্দি হচ্ছে। আচমকাই সেটের সকলে দেখেন দৌড়তে দৌড়তে পড়ে গেলেন অভিনেতা।
সকলে ছুটলেন তাঁর কাছে। বন্ধ হয়ে গেল ক্যামেরা। নাম করা অভিনেতা। তাঁর কিছু একটা হওয়া বড় খবরও। তিনি তখন পড়ে আছেন অচেতন হয়ে। সঙ্গে সঙ্গে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁকে চিকিৎসকেরা পরীক্ষার পর জানান গডফ্রের মৃত্যু হয়েছে আগেই। হাসপাতালের তরফে জানানো হয়েছে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এই শো-এর শ্যুটিং চলছিল চিনে। প্রসঙ্গত গডফ্রের জন্ম তাইওয়ানে। তবে তিনি চিনে অনেক কাজ করেছেন।
গডফ্রে প্রথম জীবনে সাফল্যের সঙ্গে সুপার মডেল হিসাবে কাজ করেছেন। পরে হলিউডে পা রাখেন তিনি। তাঁর প্রথম সিনেমা ছিল ‘দ্যা মর্টাল ইনস্ট্রুমেন্টস: সিটি অফ বোনস’। অ্যাকশনধর্মী এই সিনেমাতেই নজর কাড়েন গডফ্রে। চিনেও তিনি সমান জনপ্রিয়। তারজন্য চিনের একটি টিভি সিরিয়াল ‘রিমেমবারিং লিচুয়ান’ এ তাঁর অভিনয়ের বড় ভূমিকা রয়েছে। গডফ্রের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তাই তাঁর এই অকস্মাৎ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীদের মেসেজে ভরে যায় সোশ্যাল সাইট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা