হাওয়ার তালে গান গাইছে পুরনো সেতু, গান শুনতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা
সেতু গান গাইছে। তাও আবার প্রায় একটানা বললেই চলে। হাওয়ার তালে তালে সে হালেই গান ধরেছে। সেতুর গান শুনতে অনেকে দূর থেকে হাজির হচ্ছেন।
সেতু গান গাইছে! এমন আবার হয় নাকি! কিন্তু সেটাই তো হচ্ছে! যদিও ৮৫ বছরের পুরনো সেতু। কিন্তু গান গাওয়ার অভ্যাসটা শুরু হয়েছে ইদানিং। গান সে গেয়েই চলেছে।
হাওয়ার তালে তালে বদলে যাচ্ছে সুর। যা নিয়ে তার আশপাশের মানুষজন কেউ বিরক্ত, কেউ খুশি। মাঝেমধ্যে এমন সেতুর গান শোনাটা বেশ অন্যরকম হলেও একটানা এটা সহ্য করা একটু কঠিন।
এদিকে সেতুর গান শুনতে এখন মানুষজনের আনাগোনা এখানে বেড়েছে। জলের ধারে বসে অনেকেই সময় কাটাচ্ছেন সেতুর গান শুনে।
কয়েক বছর আগেই সেতুটির রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হয়েছে। বেশ কিছু সারাইয়ের কাজ হয়েছে। তারপর থেকেই সেতু গান গাইছে।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সেতুটিকে সারানোর সময় এমনভাবে সারানো হয়েছে যাতে তা আরও বহুদিন ভাল থাকে। নজর রাখা হয়েছে এখানে যে গতিতে হাওয়া বয় তার সঙ্গে তাল মিলিয়ে যাতে সেতুটি আরও এয়ারোডায়নামিক হতে পারে।
আর সেজন্য যে নতুন রেলিং লাগানো হয়েছে তা হাওয়ার দাপটকে প্রতিহত করতে পারে। তা করতে গিয়েই হাওয়ার সঙ্গে ধাক্কা খেয়ে সেতুটির রেলিং থেকে একটি বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হচ্ছে। যাকে সেতুর গান গাওয়া হিসাবে নিচ্ছেন অনেকে।
সান ফ্রানসিসকোর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজের এই গান গাওয়া কিন্তু রীতিমত খবর হয়ে উঠেছে। সেতুর গান এখন পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।