সোনালি বিশ্ব জয় মুখের কথা নয়। ‘অস্কার লেডি’-র মত তাকে ছোঁয়ার স্বপ্ন বহু শিল্পীর। তার জন্য চাই কঠিন পরিশ্রম আর একনিষ্ঠ অভিনয়। তবেই হাতে উঠবে সুবর্ণ গোলোক। সেই সুযোগকে ২০১৮-য় কার্যত পকেটে রাখলেন ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি’-র পরিচালক। ১টা নয়, ২টো নয়, ৪টে ‘গোল্ডেন গ্লোব’ দখলে রাখলেন মার্টিন ম্যাকডোনাঘ। মোশন পিকচারের ‘ড্রামা’, ‘স্ক্রিনপ্লে’, অভিনেত্রী ও সহ অভিনেত্রীর বিভাগে সেরার লড়াইয়ে শেষ হাসিটা হাসে ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি’।
গত রবিবার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে বসে ‘গোল্ডেন গ্লোব ২০১৮’-র মহা আসর। ৭৫-তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের স্বনামধন্য মহাতারকারা। সেথ মায়ারসের সঞ্চালনায় প্রথম থেকেই জমে ওঠে অনুষ্ঠানের মেজাজ। একে একে সেরার সেরাদের নাম ঘোষণায় গমগমিয়ে ওঠে অনুষ্ঠানের মঞ্চ। ২০১৮-র গোল্ডেন গ্লোবের মঞ্চে পুরস্কৃত করা হয় চলচ্চিত্র ও টেলিভিশন উভয় জগতের শ্রেষ্ঠদের। গ্রেটা গ্রেউইগের ‘লেডি বার্ড’ দু-দুটো পুরস্কার ছিনিয়ে নেয়। সেরা অ্যানিমেটেড ছবির শিরোপা ওঠে ‘কোকো’-র মাথায়। সেরা বিদেশি ছবি হিসেবে বেছে নেওয়া হয় জার্মানির ফাতিহ আকিন পরিচালিত ‘ইন দ্য ফেড’-কে। ড্রামায় ‘ডার্কেস্ট আওয়ার’-এর জন্য সেরা অভিনেতার তাজ যায় গ্যারি ওল্ডম্যানের মাথায়। চিত্র পরিচালকের সেরার দৌড়ে ‘দ্য শেপ অফ ওয়াটার’ দিয়ে বাজিমাত করেন গুয়েলারমো দেল তোরো।
টেলিজগতের তারকারাও কোনও অংশে কম যাননি রুপোলী পর্দার তারকাদের থেকে। ‘বিগ লিটল লাইস’-এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হন নিকোল কিডম্যান। টেলিভিশনের ‘ড্রামা’ বিভাগে সেরা টিভি সিরিজের পুরস্কার যায় ‘দ্য হ্যান্ডমেড’স টেল’-এর ঝুলিতে। টেলিভিশনে সেরা কমেডির পুরস্কার পায় ‘দ্য মারভেলাস মিসেস মাইসেল’। সেরা গান হিসেবে বিচারক ও দর্শকদের মন জয় করায় প্রথম স্থান দখল করে দ্য গ্রেটেস্ট শোম্যানের ‘দিস ইজ মি’।
তবে এবার গোল্ডেন গ্লোবের পুরস্কার বিতরণীতে বিশেষভাবে নজর কেড়েছে উপস্থিত তারকাদের কালো রঙের পোশাক। নারী-পুরুষ নির্বিশেষে সকলকেই দেখা গেছে কালো রঙের পোশাকে। চলচ্চিত্র বা টেলিভিশন জগতে নারী নিগ্রহের অভিযোগ নিয়ে ক্রমশ মুখ খুলছেন শিল্পীরা। সে হলিউড হোক বা বলিউড। নিগ্রহের চেহারা সর্বত্র একই। কাজের জায়গায় নারীপুরুষের বৈষম্যের মাথা চাড়া দেওয়ার ঘটনাও বিরল নয়। তারই প্রতিবাদে রবিবারের উজ্জ্বল মঞ্চে ‘কালো’ পোশাককে হাতিয়ার করে অভিনব প্রতিবাদ জানান কলাকুশলীরা। ইতিমধ্যেই ‘হ্যাশট্যাগ মি টু’ রীতিমত শোরগোল ফেলেছে। এবার গোল্ডেন গ্লোবের মঞ্চেও এমন এক প্রতিবাদ কাজের জায়গায় যৌন নিগ্রহের বিরুদ্ধে সুর চড়ানোয় শক্তি জোগাল।