জিএসটি বিল নিয়ে বড় সাফল্য পেল কেন্দ্র। তামিলনাড়ু বাদে বাকি সব রাজ্যই জিএসটিতে নিজেদের সহমত ব্যক্ত করেছে বলে এদিন কলকাতায় জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তামিলনাড়ু বেশকিছু প্রস্তাব দিয়েছে। সেগুলি বিবেচনা করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। সংসদের আগামী অধিবেশনে রাজ্য সভায় জিএসটি বিল পাস করাতে মরিয়া কেন্দ্র। এজন্য জিএসটি আইনের মডেল স্থির করতে সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে এদিন কলকাতায় আলোচনায় বসেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। যে মডেল গৃহীত হবে তা কেন্দ্র ও সব রাজ্য মেনে নেবে বলেও ঠিক হয়েছে। বৈঠকের প্রথম দিনের আলোচনার শেষে জেটলি জানান, সকলের সঙ্গেই আলোচনা হয়েছে। সব রাজ্যই জিএসটি নিয়ে নিজেদের বক্তব্য পেশ করেছেন। তাতে বোঝা যাচ্ছে তাঁরা সকলেই জিএসটির পক্ষে। কেবল তামিলনাড়ু বিলে বেশ কিছু নতুন প্রস্তাব দিয়েছে। তিনি সেগুলি দিল্লি নিয়ে যাচ্ছেন। প্রস্তাবগুলি সেখানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখা হবে। জিএসটি লাগু হওয়ার পর প্রথম তিন বছরে যে ১ শতাংশ অতিরিক্ত কর গোনার প্রস্তাব বিলে রয়েছে তা নিয়ে আপত্তি থাকলে তা নিয়ে তিনি ভেবে দেখতে প্রস্তুত বলেও জানিয়েছেন জেটলি।
Leave a Reply