জিএসটি-র বিরুদ্ধে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরাই নন, সরব অন্য রাজ্যের ব্যবসায়ীরাও। এদিন দেশ জুড়েই বিভিন্ন ব্যবসায়ী সংগঠন বন্ধে সামিল হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ জিএসটিতে অনেক বেশি কর আরোপ করা হয়েছে। পাশাপাশি তাঁদের দাবি, জিএসটি অত্যন্ত জটিল একটি বিষয়। প্রতিবাদ জানিয়ে এদিন বিভিন্ন জায়গায় বাজার বন্ধ রাখেন তাঁরা। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে বন্ধে সামিল ব্যবসায়ীরা। কানপুরে ঝাঁসি এক্সপ্রেস অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অনেক জায়গায় রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন ব্যবসায়ীরা। ভারতীয় উদ্যোগ ব্যাপার মণ্ডলের তরফে জানানো হয়েছে তাদের ১৭ হাজার ব্যবসায়ী সংগঠন এদিন ভারত বন্ধে সামিল হয়ে প্রতিবাদ দেখিয়েছেন। সব মিলিয়ে দেশ জুড়ে এদিন মুখ থুবড়ে পড়েছে ব্যবসা। অধিকাংশ দোকানপাট বন্ধ। রাস্তায় রাস্তায় ব্যবসায়ীরা জিএসটির বিরুদ্ধে গলা চড়িয়েছেন।