আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপর ফের চতুর্থবারের জন্য মাঝরাতে সংসদের সেন্ট্রাল হল ঝলমল করে উঠবে আলো আর ভিভিআইপিদের ছটায়। আগের ৩ বার, স্বাধীনতার দিন, স্বাধীনতার রজত জয়ন্তী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের উৎসবকে ঘিরে মধ্যরাতে জেগে উঠেছিল সেন্ট্রাল হল। এদিন হবে জিএসটি-র জন্য। যাকে কেন্দ্রের তরফে ভারতের কর স্বাধীনতা দিবস হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এদিন রাত ১১টা থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হবে। তারপর দেখানো হবে জিএসটি বিষয়ক স্বল্পদৈর্ঘ্যের একটি অডিও-ভিজুয়াল। এরপর প্রধানমন্ত্রীর ভাষণ। যার মেয়াদ হবে প্রায় ২৫ মিনিট। ঠিক রাত ১২টায় একটি ঘণ্টা বাজিয়ে জিএসটি চালু করবেন রাষ্ট্রপতি। সেই মুহুর্ত থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যাবে জিএসটি। রাত ১২টা ১০ মিনিটে শেষ হবে অনুষ্ঠান। ইতিমধ্যেই এই অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বামেরা। অন্য বেশকিছু দলও এই বয়কটে সামিল হচ্ছে। ইতিমধ্যেই কংগ্রেস জিএসটিকে ‘তামাশা’ ও ‘গিমিক’ বলে ব্যাখ্যা করেছে। ফলে এদিন প্রায় বিরোধী শূন্য সংসদে জিএসটি চালু হবে। যদিও অরুণ জেটলি থেকে বিজেপির অন্যান্য মন্ত্রীরা বিরোধীদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েই চলেছেন। তবে বিরোধীরা না থাকলেও এদিনের অনুষ্ঠানে থাকছেন বিগ বি অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর, রতন টাটা সহ প্রায় ১০০ জন বিশিষ্টজন।