দেশ জুড়ে জিএসটি লাগু হওয়ার কয়েক ঘণ্টা আগে সারে জিএসটি কমাল জিএসটি কাউন্সিল। প্রাথমিক তালিকায় সারের ওপর জিএসটি ১২ শতাংশ হারে লাগু হবে বলে জানানো হয়েছিল। এদিন তা কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনে জিএসটি কাউন্সিল। সারে জিএসটি বেশি হলে কৃষকদের সমস্যা বাড়বে। একথা মাথায় রেখেই এদিন জিএসটি কাউন্সিল নিজেদের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী অরুণ জেটলি। ফলে সার কেনার ক্ষেত্রে কৃষকদের কপালের ভাঁজ কিছুটা হলেও কমল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।