অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে জিএসটি কাউন্সিলের ২৫ তম বৈঠকে ২৯টি দ্রব্য ও ৫৩টি পরিষেবার ওপর জিএসটি-র হার কমানোর সিদ্ধান্ত নিল কাউন্সিল। দেশ জুড়ে মেট্রো ও মোনোরেল প্রকল্পের কাজের সব ক্ষেত্রে জিএসটি-র হার ১৮ শতাংশ থেকে ১২ শতাংশ করা হয়েছে। থিম পার্ক, ওয়াটার পার্ক, জয় রাইড সহ এই ধরণের বিনোদনমূলক পার্কে ঢোকার ক্ষেত্রে টিকিটে জিএসটি-র হার ২৮ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। দরজির কাজের ক্ষেত্রে জিএসটি ১৮ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। যে কোনও চামড়াজাত দ্রব্য ও জুতোর উৎপাদনে জিএসটি-র হার ৫ শতাংশে নামিয়েছে কাউন্সিল। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের খোঁজে খননের ক্ষেত্রেও জিএসটি ১২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। সব মিলিয়ে ২৯টি দ্রব্য ও ৫৩টি পরিষেবার ওপর জিএসটি-র হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। এদিন কাউন্সিলের বৈঠকে পেট্রোল, ডিজেলের ওপর জিএসটি লাগুর বিষয়ে কোনও আলোচনা হয়নি। তবে তা আগামী বৈঠকের আলোচ্যসূচিতে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অরুণ জেটলি।
জিএসটি রিটার্ন নিয়েও এদিন বৈঠকে বিস্তর আলোচনা হয়েছে। জিএসটি রিটার্ন জমার পদ্ধতিগত দিক থেকে সরলীকরণের রাস্তায় হাঁটতে চলেছে কাউন্সিল। এর জন্য রূপরেখা তৈরি করা হচ্ছে বলেও এদিন জানান জেটলি। আগামী দিনে জিএসটি রিটার্ন সরল ও সহজ করতে কাউন্সিল দ্রুত পদক্ষেপ করবে বলেই ইঙ্গিত মিলেছে।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)