শ্রীনগরে শেষ হওয়া জিএসটি বৈঠকে অবশেষে ৪ স্তরীয় কর ব্যবস্থায় সম্মতি দিলেন সকলে। ৫%, ১২%, ১৮% ও ২৮%, এই ৪টি করকাঠামো নিশ্চিত করা হয়েছে। বাদ রাখা হয়েছে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রকে। ১ জুলাই থেকে চালু হতে চলা জিএসটি কেমন হবে তা নিয়ে জল্পনার শেষ ছিলনা। মানুষের করের বোঝা বাড়বে না কমবে তাও পরিস্কার হচ্ছিলনা। অবশেষে যা দাঁড়াল তাতে বেশ কিছু ক্ষেত্রে যেমন স্বস্তি পাবেন দেশবাসী, তেমনই বেশ কিছু ক্ষেত্রে আরও বেশি টাকার বোঝা বইতে হবে। সোনা সহ অন্যান্য মূল্যবান ধাতুর ওপর জিএসটি কাউন্সিল কোনও সিদ্ধান্ত নেয়নি। এগুলির ওপর কর কেমন বসবে স্থির করতে আগামী ৩ জুন ফের আলোচনায় বসতে চলেছে কাউন্সিল। এদিকে যা দেখা যাচ্ছে তাতে এসি বা নন-এসি ট্রেনে ভাড়া বাড়ছে না। মেট্রো বা লোকাল ট্রেনেও করকাঠামো একই রাখা হচ্ছে। ওলা, উবারদের বরং ৫% করের আওতায় ফেলায় খরচ কিঞ্চিত কমছে। বিমান সফরেও ইকোনমি ক্লাসে ভাড়ার ওপর ৫% কর দিতে হবে। কেবলমাত্র বিজনেস ক্লাসে কর বসবে ১২ শতাংশ। সিনেমা দেখার খরচ কমছে। কারণ বিনোদন কর ও পরিষেবা কর মিশে গিয়ে এখন ২৮ শতাংশ জিএসটি দিলেই চলবে। হোটেলে থাকার ক্ষেত্রে যেসব হোটেলে থাকার খরচ দিনে ১ হাজার টাকার কম সেগুলি জিএসটির আওতায় আসবে না। ১ হাজার থেকে ২ হাজার টাকা ভাড়া হলে ১২ শতাংশ, ২ থেকে ৫ হাজারের মধ্যে ভাড়া হলে ১৮ শতাংশ, আর দিনে ৫ হাজার টাকার বেশি দামি হোটেলের ঘরের জন্য ২৮ শতাংশ করের বোঝা বইতে হবে। যেসব ধাবার বার্ষিক বিক্রির অঙ্ক ৫০ লক্ষের কম তাদের ৫ শতাংশ কর দিতে হবে। নন-এসি রেস্তোরাঁকে ১২ শতাংশ কর দিতে হবে। এসি এবং বারে ১৮ শতাংশ কর বসছে। এগুলি কিন্তু কমছে। বাড়ছে পাঁচতারা হোটেলে থাকার খরচ। এখানে ২৮ শতাংশ কর ধার্য করা হয়েছে। তবে টেলিকমে কর বাড়ছে। বসছে ১৮ শতাংশ কর। ফলে মোবাইলে কথা বলার খরচ বাড়বে। বাড়ছে আর্থিক পরিষেবা ক্ষেত্রে খরচও। এখানেও ১৮ শতাংশ কর ধার্য করেছে জিএসটি কাউন্সিল। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক কোন কোন জিনিস বা পরিষেবার ওপর কেমন জিএসটি বসল :
৫ শতাংশ কর
পরিষেবা – পরিবহণ, অ্যাপ নির্ভর ট্যাক্সি, বিমানের ইকোনমি ক্লাস, ছোট রেস্তোরাঁ
১২ শতাংশ কর
পরিষেবা – সার, বিমানে বিজনেস ক্লাসে টিকিট, নন-এসি হোটেল
১৮ শতাংশ কর
পরিষেবা – টেলিকম পরিষেবা, তথ্যপ্রযুক্তি পরিষেবা, এসি হোটেল এবং বার, আর্থিক পরিষেবা প্রভৃতি
২৮ শতাংশ কর
পরিষেবা – পাঁচতারা হোটেল, রেসের ক্লাব, সিনেমা হল প্রভৃতি